মূর্খদের বাধা প্রদানের বর্ণনাঃ
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶৮১) হযরত সায়্যিদুনা নােমান বিন বশীর (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “তােমরা তােমাদের মূর্খদের বাধা দাও।”
টিকাঃ হযরত সায়্যিদুনা আল্লামা আব্দুর রউফ মুনাভী(رحمة الله) এই হাদীসে মােবারাকার আলােকে বলেন: “এতে উদ্দেশ্য হচ্ছে অভিভাবকরা, যেনাে তারা তাদের অবুঝ অধিনস্তদেরকে অহেতুক ব্যয় করা থেকে বাধা প্রদান করে।”
তথ্যসূত্রঃ (শুয়াবুল ঈমান লিল বায়হাকী, হাদীস নং- ৭৫৭৭, ৬/৯৬)