মুসলমানদের উপর অত্যাচার করার নিন্দা 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶১২৪... হযরত সায়্যিদুনা ওকবা বিন আমের (رضي الله عنه) থেকে বর্ণিত, প্রিয় নবী (ﷺ). হুযুর পুরনুর (ﷺ) ইরশাদ করেন: “যখন তােমরা দেখবে যে, আল্লাহ তায়ালা কোন বান্দাকে গুনাহ করা সত্ত্বেও (নেয়ামত) দান করে যাচ্ছেন, তবে তা আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার জন্য এটি শৈথিল্য (অবকাশ)।” অতঃপর প্রিয় নবী (ﷺ) এই আয়াতে মােবারাকা তিলাওয়াত করলেন: 


[কানযুল ঈমান থেকে অনুবাদ]

"অতঃপর তাদেরকে যেসব উপদেশ দেওয়া হয়েছিল তা যখন তারা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সব ধরনের দরজাসমূহ খুলে দিলাম। এক পর্যায়ে তারা যখন সেসবে খুশি হল যা তারা পেয়েছে, আমি তখন হঠাৎ করে তাদেরকে পাকড়াও করে নিলাম। এখন তারা হতাশায় 

ভুগছে। অতএব, অত্যাচারীদের মূল উৎপাটন করে দেওয়া হল। আর সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বজগতের প্রতিপলক আল্লাহরই।"[পারা ৭, সুরা আনআম, আয়াত ৪৪, ৪৫] 

(আল মুসনাদ লিইমাম আহমদ বিন হাম্বল, হাদীসে ওকবা বিন আমের জাহনী, হাদীস নং- ১৭৩১৩, ৬/১২২।)


▶১২৫... হযরত সায়্যিদুনা আম্মার বিন ইয়াসির (رضي الله عنه) বলেন: “আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হওয়া, তাঁর সাহায্য থেকে হতাশ হওয়া এবং তাঁর গােপন ব্যবস্থাপনাকে ভয় না করা, কবীরা গুনাহের অন্তর্ভুক্ত।” (শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফির রিজা মিনাল্লাহি, হাদীস নং- ১০৫০, ২/২০।)


▶১২৬... হযরত সায়্যিদুনা খুযাইমা বিন ছাবিত (رضي الله عنه) থেকে বর্ণিত, তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: “মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা তা আসমানে উঠিয়ে নেয়া হয় এবং আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “(হে মজলুম!) আমার সম্মান ও মহত্বের শপথ, আমি অবশ্যই তােমাকে সাহায্য করবাে, যদিও কিছুটা দেরীতে হয়।”

––––––––––––––––––––––––––––––––

(আল মু'জামুল কবীর, হাদীস নং- ৩৭১৮, ৪/৮৪।)


▶১২৭.. হযরত সায়্যিদুনা আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, যদি সে কাফিরও হােক না কেন, কেননা তার কুফর তাে তার প্রাণের সাথে সম্পৃক্ত।”

(আত তারগীব ওয়াত তারহিব, কিতাবুল কাযা, হাদীস নং- ৩৪১৫, ৩/১৪২।)


▶১২৮... হযরত সায়্যিদুনা জাবির (رضي الله عنه) থেকে বর্ণিত, রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসূলে আকরাম (ﷺ) ইরশাদ করেন: “অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে।”

(সহীহ মুসলিম, কিতাবুল বিররে ওয়াস সিলাহ, বাবু তাহরিমিল যুলম, হাদীস নং- ২৫৭৮, ১৩৯৪ পৃষ্ঠা।)


▶১২৯... হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “তােমাদের প্রতিপালক ইরশাদ করেন: আমার সম্মান ও মহত্বের শপথ, আমি অত্যাচারি থেকে অবশ্যই প্রতিশােধ গ্রহণ করবাে, শীঘ্রই কিংবা বিলম্বে এবং তার কাছ থেকেও অবশ্যই প্রতিশােধ নেব যে মজলুমকে দেখলাে কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে সাহায্য করেনি।

––––––––––––––––––––––––––––––––

(আল মু'জামু আওসাত, হাদীস নং- ৩৬, ১/২০।)

Top