হক আদায় করার ফযীলতঃ 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶৭৬) হযরত সায়্যিদুনা আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, মদীনার তাজেদার, রাসূলদের সরদার (ﷺ) ইরশাদ করেন: “যে নিজের মুখ দিয়ে কোন হক পূরণ করলাে, তবে তার প্রতিদান বৃদ্ধি পেতে থাকবে, এমনকি কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে তার পুরােপুরি সাওয়াব প্রদান করবেন।”


তথ্যসূত্রঃ (হিলইয়াতুল আউলিয়া, নম্বর ৩৯৯, আব্দুল্লাহ বিন মােবারক, হাদীস নং- ১১৭৫১, ৮/১৯২।)
Top