আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
।
ইদানীং খুব বেশিই জানা জানি হচ্ছে যে, জায়নামাযে কাবা ঘর ও মসজিদের নকশা থাকলে নাকি সেই জায়নামাযে পা দেওয়া যাবেনা বা সেই জায়নামাযের উদ্দেশ্যে দাঁড়ানো যাবেনা!! এটি কি আদও ঠিক নাকি ভুল/কুসংস্কার????
এই বিষয়ে সঠিক তথ্য জানতে চাই।
।
নামঃসানজানা
ঠিকানাঃ বগুড়া
@سانجانا افرين لابني
ওয়ালাইকুমুচ্চালাম
যুক্তি মুলক জবাব:--
আমরা সবাই নিজের ভিবেকের উপর প্রশ্ন করে দেখি..
যদি আমাদের পাড়ার একটি মসজিদের চবি আমরা প্রিন্ট করে ঘরে আনি আমরা কি সেই চবি পায়ের নীচে রাখতে পারবো.?
(অবশ্যই না.)
তাহলে পৃথীবির চেষ্ট আল্লাহর ঘরে কেমন করে পাড়া দিবো.?
যে ঘরে প্রতি বচর হজ্বের সময় ৬ লক্ষ মানুষের ও বেশী তাওয়াফ করে থাকেন, সেখানে কেমন করে আমাদের পা রাখবো
[<<<নিশ্চয় এটা হলো খ্রিষ্টান>>]
[<<<<<ইহুদিদের চক্রান্ত.>>>>>]
সবদিক থেকে বিবেচনা করেই এবং নিজের আদালতের কাছ থেকে রায় এনেই আমরা কাবা ঘর জায়নামাজে (নামাজ) পড়া থেকে যেন বিরত থাকি.
আল্লাহ যেন আমাদের সকল কে সঠিক বুঝ দান করেন আমিন চুম্মা আমিন.
🌴মোবারকবাদ🌴