জিজ্ঞাসা–৪৪২: আমি একটি চাকুরী করি। যা বেতন পাই তা দিয়ে কোনমতে সংসার চলে। আমার বিবাহিত জীবনের প্রথম ৫ বছর সংসার খরচ আমিই চালাতাম। এতে প্রতি মাসে আমার টাকা কম পড়ত। আমার স্ত্রীর সাংসারিক বুদ্ধি ভাল। তাই, আমি এর পর থেকে বেতনের টাকা সম্পূর্ণ তার হাতে সঁপে দিলাম এবং নিশ্চিন্ত হয়ে গেলাম। স্ত্রীর হাতে সব টাকা দিয়ে দেয়ায় শরীআতের দৃষ্টিতে কোন সমস্যা আছে কি?–Mohammad Ismail Khan
জবাব: সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করেছেন, যার কাজের প্রতি আপনার বিশ্বাস ও আস্থা আছে। আমরা দোয়া করি, জীবনের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তিনি আপনার সাথে আস্থাশীল ও সত্যবাদী থাকবেন। আল্লাহ তাকে তাওফিক দিন। আমীন।
মাওলানা উমায়ের কোব্বাদী