জিজ্ঞাসা–৪৪২: আমি একটি চাকুরী করি। যা বেতন পাই তা দিয়ে কোনমতে সংসার চলে। আমার বিবাহিত জীবনের প্রথম ৫ বছর সংসার খরচ আমিই চালাতাম। এতে প্রতি মাসে আমার টাকা কম পড়ত। আমার স্ত্রীর সাংসারিক বুদ্ধি ভাল। তাই, আমি এর পর থেকে বেতনের টাকা সম্পূর্ণ তার হাতে সঁপে দিলাম এবং নিশ্চিন্ত হয়ে গেলাম। স্ত্রীর হাতে সব টাকা দিয়ে দেয়ায় শরীআতের দৃষ্টিতে কোন সমস্যা আছে কি?–Mohammad Ismail Khan

জবাব: সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করেছেন, যার কাজের প্রতি আপনার বিশ্বাস ও আস্থা আছে। আমরা দোয়া করি, জীবনের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তিনি আপনার সাথে আস্থাশীল ও সত্যবাদী থাকবেন। আল্লাহ তাকে তাওফিক দিন। আমীন।

প্রিয় প্রশ্নকারী ভাই, স্ত্রীর হাতে সংসারের খরচের সব টাকা দিয়ে দেয়া শরীআতের দৃষ্টিতে নিষেধ নয়। তবে স্ত্রীর খেয়াল রাখতে হবে, এটা তার কাছে স্বামীর আমানত। এই আমানতের যেন খেয়ানত না হয়। রাসূলুল্লাহ  বলেন,
والمرأة راعية فى بيت زوجها ومسؤولة عن رعيتها
‘স্ত্রী স্বীয় স্বামীর ঘরের জিম্মাদার। এ জিম্মাদারির ব্যাপারে তাকে জবাবদেহিতার সম্মুখীন করা হবে।’(বুখারী ২৫৪৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
Top