মুসলমান ভাইকে পােশাক পরিধান করানাের ফযীলত
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶১৯১... হযরত সায়্যিদুনা আবু উমামা (رضي الله عنه) বর্ণনা করেন: আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারূক (رضي الله عنه) একদা সাহাবায়ে কিরামের (رضي الله عنه) উপস্থিতিতে নিজের নতুন জামাটি আনিয়ে তা পরিধান করলেন। আমার ধারণা, তিনি জামাটি পরার পূর্বে এই দোয়াটি পাঠ করেন: “অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাকে পরিধান করিয়েছেন এবং আমার সতর ঢাকিয়েছেন আর তা দিয়ে আমি আমার জীবনে সৌন্দর্য অর্জন করি।” অতঃপর বললেন: আমি রাসূলে আকরাম (ﷺ) কে দেখেছি তিনি নতুন পােশাক পরিধান করেন এবং এই দোয়া পাঠ করেন, যা আমি এখন পাঠ করেছি। অতঃপর হুযুর (ﷺ) ইরশাদ করেন: “সেই সত্তার শপথ, যার কুদরতের হাতে আমার জীবন! যেই মুসলমান নতুন পােশাক পরিধান করবে আর এই দোয়াটি পাঠ করবে এবং তার পুরাতন পােশাকটি কোন মুসলমান অভাবীকে দান করে দিবে, তবে যতদিন পর্যন্ত তার নিকট সেই কাপড়ের একটি সূতাও অবশিষ্ট থাকবে, সেই বান্দা আল্লাহ তায়ালার নিরাপত্তা ও আশ্রয়ে এবং নৈকট্যে থাকবে, চাই সে (দাতা) জীবিত থাকুক বা মারা যাক।”
(কিতাবুদ দোয়া লি তাবারানী, বাবু কওলু এন্দা লিবাসুস সিয়াব, হাদীস নং-৩৯৩, ১৪২ পৃষ্ঠা।)
▶১৯২... হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী (رضي الله عنه) থেকে বর্ণিত, হুযুর নবীয়ে পাক (ﷺ) ইরশাদ করেন: “যেই ব্যক্তি ক্ষুধার্ত মিসকিনকে আহার করায়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতী আহার করাবেন। যেই ব্যক্তি পিপাসার্তকে পানি পান করায়, আল্লাহ তায়ালা তাকে কিয়ামতের দিন মােহার লাগানাে খাটি পবিত্র শরাব দ্বারা পরিতৃপ্ত করবেন আর যেই ব্যক্তি কোন নগ্ন ব্যক্তিকে কাপড় পরিধান করায়, আল্লাহ তায়ালা তাকে সবুজ জান্নাতী পােশাক পরিধান করাবেন।”
––––––––––––––––––––––––––––––––
(সুনানে তিরমিযী, কিতাবুস সিফতুল কিয়ামাতি, হাদীস নং- ২৪৫৭, ২০৪ পৃষ্ঠা।)