আল্লাহ পাকের লানতের ভাগিদার কারা?
✍স্বাধীন আহমেদ।

হযরত ওয়াইম বিন সায়েদা (রা.) থেকে বর্ণিত, মদীনার তাজেদার, রাসূলদের সরদার, হুযুরে আনওয়ার ﷺ ইরশাদ করেন : “নিশ্চয় আল্লাহ পাক আমাকে পছন্দ করেন এবং আমার কারণে আমার সাহাবাদের পছন্দ করেন।

অতঃপর তাদের মধ্য থেকে আমার উজির, সহকারী এবং আত্মীয় বানিয়েছেন। সুতরাং যারা তাঁদের গালি দিবে, তাদের উপর আল্লাহ তাআলা, তাঁর ফিরিশতা এবং সমস্ত লােকের লানত। কিয়ামতের দিন আল্লাহ পাক না তার কোন ফরয কবুল করবে, না নফল।”

তথ্যসূত্র-
★আস সাওয়ায়েকেল মাহরাকা, ৪ পৃষ্ঠা।

হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ্ বিন মুগাফফাল (রা.) থেকে বর্ণিত, হুযুর ইরশাদ ﷺ করেন : “ আমার সাহাবাদের সম্পর্কে আল্লাহ তায়ালাকে ভয় করো, আমার পর তাঁদেরকে (অপবাদ এবং মন্দ কথার) নিশানা বানিও না। সুতরাং যারা তাদেরকে ভালোবাসল, তবে তারা আমাকে ভালোবাসার কারণে এরূপ করল।

এবং যারা তাদের সাথে বিদ্ধেষ পােষণ করলাে, তবে তারা (আসলে) আমার সাথে বিদ্ধেষের কারণেই এরূপ করলাে, এবং যারা তাঁদের কষ্ট দিলাে, তারা মূলত আমাকে কষ্ট দিলাে।

এবং যারা আমাকে কষ্ট দিলাে, তারা মূলত আল্লাহ তাআলাকেই কষ্ট দিলাে এবং যারা আল্লাহ তাআলাকে কষ্ট দিলাে, অতিশীগ্রই আল্লাহ পাক তাদের পাকড়াও করবেন।”

তথ্যসূত্র-
★মিশকাত, কিতাবুল মানাকিব, ২/৪১৪, হাদীস নং- ৬০১৪।

প্রিয় পাঠকবৃন্দ! দেখলেন তাে আপনারা সাহাবায়ে কিরামদের সাথে বিদ্বেষ পােষণকারী হাদীসের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা, ফিরিশতা ও সমস্ত লােকের লানতের ভাগীদার এবং যারা তাদের ভালবাসে তারা না শুধু আল্লাহ পাক ও তাঁর রাসূলের প্রিয়।

বরং এমন সৌভাগ্যবানদের কিয়ামতের দিন আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা ﷺ এর বিশেষ নৈকট্যও অর্জিত হবে।
Top