যদি আমরা ৪০ বছর গুনাহ্ করি, তাহলে বিচার অনুযায়ী সেই গুনাহের ক্ষতিপূরণ দিতে আমাদের ৪০ বছর আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু মহান আল্লাহ্ তা'য়ালা বলেননি যে এভাবে ৪০ বছর তাঁর ইবাদত করতে।
বরং তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন আন্তরিকতার সাথে, খাঁটি নিয়তের মাধ্যমে তাওবা করার জন্য। আল্লাহর দরবারে এভাবে তাওবা করলে পুরো ৪০ বছরের গুনাহ্ এক মুহূর্তের মধ্যেই সাওয়াবে পরিণত হতে পারে।
(সুবহানাল্লাহ্)
মহান আল্লাহ তা'য়ালা পবিত্র ক্বোরআনে ইরশাদ করেন, “কিন্তু যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ্কে পূন্য দ্বারা পরিবর্তিত করে দিবেন।আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু।” [সুরা ফুরক্বানঃ ৭০]
[শায়খ সাকিব ইকবাল হাফিজাল্লাহু'র গত বছরের তারাবীহ্ লেকচার হতে গৃহীত]
@Kanz ul Huda Bangladesh.