মজলুমকে সাহায্য করার ফযীলতঃ 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶৭৭) হযরত সায়্যিদুনা বারা’ বিন আযিব (رضي الله عنه) বলেন: আল্লাহ তায়ালার প্রিয় হাবীব (ﷺ) আমাদেরকে মজলুমকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। 


তথ্যসূত্রঃ (সুনানে তিরমিযী, কিতাবুল আদব, হাদীস নং- ২৮১৮, ৪/৩৬৯।)


▶৭৮) হযরত সায়্যিদুনা আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে রহমত, শফীয়ে উম্মত (ﷺ) ইরশাদ করেন: “নিজের ভাইকে সাহায্য করাে, চাই সে অত্যাচারী হােক কিংবা অত্যাচারিত।” আমি আরয করলাম: 

“আমি তাে অত্যাচারিতের সাহায্য করতে পারবাে, কিন্তু অত্যাচারীকে কীভাবে সাহায্য করবাে?” ইরশাদ করলেন: “তাকে অত্যাচার করা থেকে বিরত রাখাে।”


তথ্যসূত্রঃ (সুনানে তিরমিযী, কিতাবুল ফিতন, ৬৮তম অধ্যায়, হাদীস নং- ২২৬২, ৪/১১২।)

Top