১৮. হুযুর (ﷺ) এর শাফায়াত সত্যঃ 


হাশরে তিনি শুধু উম্মতের সগীরা গুনাহের জন্য নয়, বরং তাঁর উম্মতের কবীরাহ গুনাহের জন্যই শাফায়াত করবেন। হযরত আনাস বিন মালেক (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন- شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي -‘‘আমি আমার উম্মতের কবীরাহ গুনাহের জন্য সুপারিশ করবো।’’ 

➤আবু দাউদ, আস্-সুনান, ৪/২৩৬ পৃষ্ঠা, হাদিসঃ ৪৭৩৯, মুয়াস্সাতুর রিসালা, বয়রুত, লেবানন, প্রকাশ- ১৪২৪হিজরি। আলবানীও সনদটিকে সহিহ বলেছেন।

 

এ হাদিসটি অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন।’’  ➤এ বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ২য় খন্ড দেখুন।

Top