মুসলমানদের সম্মান রক্ষা এবং তাদের সাহায্য করার ফযীলত 

এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]

সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ


▶১৩৪... হযরত সায়্যিদুনা আবু দারদা (رضي الله عنه) থেকে বর্ণিত, রহমতে আলম, নূরে মুজাস্সাম (ﷺ) ইরশাদ করেন: “যে তার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন।” অতঃপর প্রিয় নবী (ﷺ) এই আয়াতে মােবারাকা তিলাওয়াত করলেন: [কানযুল ঈমান থেকে অনুবাদ] আর আমার অনুগ্রহের যিম্মায় রয়েছে মুমিনদের সাহায্য করা।” (পারা ২১, সূরা রােম, আয়াত ৪৭) (মিশকাতুল মাসাবিহ, কিতাবুল আদব, হাদীস নং- ৪৯৮২, ২/২১৫।)


▶১৩৫... হযরত সায়্যিদুনা ইমরান বিন হােছাইন (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে মুকাররাম, নূরে মুজাস্সাম (ﷺ) ইরশাদ করেন: “যে তার ভাইকে সাহায্য করার সামর্থ্য রাখে এবং তার অবর্তমানে তাকে সাহায্য করে, তবে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে সাহায্য করবেন।”

(আল বাহরুষ আখারিল মারুফ বিমাসনাদিল বাযযার, মুসনাদে ইমরান বিন হােছাইন, হাদীস নং- ৩৫৪২, ৯/৩১।)


▶১৩৬... হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলে আকরাম (ﷺ). শাহে বনী আদম (ﷺ) ইরশাদ করেন: “যে তার ভাইয়ের অবর্তমানে তাকে সাহায্য করে, তবে আল্লাহ তায়ালা তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন।”

(শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফিত তাআউন আলাল বিররে ওয়াত তাকওয়া, হাদীস নং-৭৬৩৭, ৬/১১১।)


▶১৩৭... হযরত সায়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ্ এবং হযরত সায়্যিদুনা আবু তালহা (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে রহমত, শফীয়ে উম্মত (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি কোন মুসলমাকে এমন স্থানে সাহায্য করা ছেড়ে দিলাে, যেখানে তার অসম্মান হচ্ছে, তবে আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকেও এমন জায়গায় সাহায্য করবেন না, যেখানে সে সাহায্য প্রার্থী হবে এবং যে ব্যক্তি কোন মুসলমানকে এমন জায়গায় সাহায্য করে যেখানে তার অসম্মান হচ্ছে এবং তাকে অপমানিত করা হচ্ছে, তবে আল্লাহ তায়ালা তাকে এমন জায়গায় সাহায্য করবেন, যেখানে সে সাহায্য প্রার্থী হবে।”

(সুনানে আবু দাউদ, কিতাবুল আদব, হাদীস নং- ৪৮৮৪, ৪/৩৫৫।)


▶১৩৮... হযরত সায়্যিদুনা সাহাল বিন মুয়ায বিন আনাস জুহানী (رضي الله عنه) থেকে বর্ণিত, নবীয়ে করীম, রউফুর রহীম (ﷺ) ইরশাদ করেন: “যে ব্যক্তি কোন মুসলমানকে (তার সম্মান) সেই মুনাফিক থেকে রক্ষা করে, যে তার অবর্তমানে তার নিন্দা করে যাচ্ছিল, তবে আল্লাহ তায়ালা (কিয়ামতের দিন) তার পক্ষ থেকে একজন ফিরিশতা প্রেরণ করবেন, যে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এবং যে ব্যক্তি কোন মুসলমানকে তুচ্ছ ও অপমানিত করার উদ্দেশ্য কোন কথা বললাে, তবে আল্লাহ তায়ালা তাকে জাহান্নামের পুলের উপর আটকে রাখবেন, এমনকি সে কথিত কথার সমর্থন করে (অর্থাৎ তার কথিত কথার পক্ষে কোন প্রমাণ নিয়ে আসে)।”

(আল মু'জামুল কবীর, হাদীস নং- ৪৩৩, ২০/১৯৪।)

Top