এক নজরে প্রকৃত শহীদদের মর্যাদা প্রাপ্ত কারা?
🌺বিভিন্ন হাদীসে যে ফজীলতের শহীদগণের ও শাহাদাতের ফজীলতপ্রাপ্ত মুমিনগণের বর্ণনা এসেছে,সেগুলোকে একত্র করলে তাদের শ্রেণীসংখ্যা অগণিত হয়।তাদের মধ্যে যাদেরকে সরাসরি ‘শহীদ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
❏ ১. وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ شَهِيدٌ –
যে আল্লাহর রাস্তায় মারা গিয়েছে,সে শহীদ।
❏ ২. الْمَرْءُ يَمُوتُ عَلَى فِرَاشِهِ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে স্বীয় বিছানায় মৃত্যুবরণ করে,সে শহীদ।
❏ ৩. ومَنْ قُتِلَ في جَنْبِ اللهِ تعالى فهوَ شَهيدٌ যে ব্যক্তি আল্লাহর পক্ষে গিয়ে নিহত হয়েছে,সে শহীদ।
❏ ৪. وَمَنْ قُتِلَ دُونَ دِينِهِ فَهُوَ شَهِيدٌ — যে স্বীয় দ্বীন রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে নিহত হয়েছে, সে শহীদ।
❏ ৫. আল্লাহর পথে শাহাদত লাভের প্রার্থনাকারী,কিন্তু স্বাভাবিক মৃত্যু তার সে বাসনা পূর্ণ করেনি।
[সহিহ মুসলিম-৩/১৫১পৃ: হা: ১৯০৯]
❏ ৬. وَمَنْ مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরায় রত অবস্থায় মৃত্যুবরণ করেছে,সে শহীদ।
❏ ৭. ইসলামি রাষ্ট্রের সীমানারক্ষী, ডিউটিকালীন যার স্বাভাবিক মৃত্যু হয়েছে। [সহিহ মুসলিম-৩/১৫২০ পৃ: হা: ১৯১৩]
❏ ৮. শয্যাশায়ী অবস্থায়/শয্যাশায়ী অবস্থায় যে মারা যায়,সে শহীদ।
❏ ৯. এমন নিহত ব্যক্তি যার মধ্যে প্রথম প্রকার শহীদের শর্তাবলির কোনো একটি পাওয়া যায়নি।[রদ্দুল মুহতার-২/২৫২]
❏ ১০. কাফির,বিদ্রোহী বা ডাকাতের ওপর কৃত আক্রমণ উল্টে এসে আক্রমণকারীকেই আঘাত করেছে এবং এ আঘাতেই আক্রমণকারী নিহত হয়েছে। [সহিহ বুখারি-৩/১০২৭ পৃ: হা: ৪১৯৬]
❏ ১১. مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ
যে স্বীয় সম্পদ রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে/যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে/নিজের জান-মাল ছাড়িয়ে আনা বা রক্ষা করার লড়াইয়ে নিহত ব্যক্তি। [আহমদ-১/১৮৭ পৃ: ১৬৩৩]
❏ ১২. وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ
যে স্বীয় জান রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে/যে তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ
❏ ১৩. وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ
যে স্বীয় পরিবার-পরিজনকে রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে/যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয় সে শহীদ।
❏ ১৪. জালিমের সঙ্গে অথবা নিজ পরিবার হেফাজতের লড়াইয়ে মৃত্যুবরণকারী।
[আহমদ-১/১৯০পৃ: হা: ১৬৫৭]
❏ ১৫. وَمَنْ قُتِلَ دُونَ حَرَمِِه فَهُوَ شهيدٌ
যে স্বীয় স্ত্রীকে (বা তার ইজ্জত-সম্ভ্রম) রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে নিহত হয়েছে,সে শহীদ।
❏ ১৬. ومَن قُتِلَ دونَ أخيهِ فَهوَ شَهيدٌ
যে তার ভাইকে রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে নিহত হয়েছে, সে শহীদ।
❏ ১৭. ومن قُتِلَ دونَ جارِهِ فَهوَ شَهيدٌ
যে তার প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে মুকাবিলা করে নিহত হয়েছে, সে শহীদ।
❏ ১৮. مَنْ قُتِلَ دُونَ مَظْلَمَتِهِ فَهُوَشَهِيدٌ
যে তার প্রতি কৃত জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিহত হয়েছে,সে শহীদ।
❏ ১৯. যে ব্যক্তি মযলূম অবস্থায় নিহত হয়,সে শহীদ।
❏ ২০. মজলুম রাজবন্দী।বন্দিদশাই যার মৃত্যুর কারণ।
[উমদাতুল ক্বারী-১০/১৪৪পৃ:]
❏ ২১. যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সে শহীদ।
❏ ২২. নির্যাতনের ভয়ে আত্মগোপনকারী। যার এ অবস্থায় মৃত্যু এসে গেছে।
❏ ২৩. والآمِرُ بالمعروفِ والنَّاهي عنِ المنكرِ شَهيدٌ
সৎকাজের আদেশকারী ও অসৎ কাজে নিষেধকারী ব্যক্তি (এ অবস্থায় মৃত্যুবরণকারী) শহীদ।
❏ ২৪. মানুষের সঙ্গে সদ্ব্যবহারকারী। যে শরয়ি প্রয়োজন ছাড়া মন্দ লোকের সঙ্গেও মন্দ আচরণ করে না।
❏ ২৫. উম্মতের ফেতনা-ফাসাদের সময়ও যিনি সুন্নাতের ওপর অটল থাকেন। [মেশকাত ১/৫৫ পৃ. হা: ১৭৬]
❏ ২৬. وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدٌ
وَالْنُفَسَاءُ شَهِيدٌ يَجُرُّهَا وَلَدُهَا بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ
যে মহিলা গর্ভের কারণে মারা যায়/সন্তান প্রসবে মৃত্যুবরণকারীণী মহিলা শহীদ; তার সন্তান তাকে তার নাড়ী দ্বারা টেনে জান্নাতে নিয়ে যাবে/সন্তান প্রসব করার সময়/গর্ভধারণে বা প্রসবজনিত কষ্টে/সন্তান প্রসবকালে/ প্রসবান্তে নেফাস চলাকালীন মৃত্যুবরণকারীনী শহিদ।
❏ ২৭. কুমারী অবস্থায় মৃত্যুবরণকারীনী। [সুনানে ইবনে মাজাহ-৩/৩৬৬পৃ. হা: ২৮০৩]
❏ ২৮. যে স্ত্রী তার সতিনের প্রতি তার স্বামীর (অন্যায়) ভালোবাসার দুঃখ সয়ে সয়ে মৃত্যুবরণ করে।
[ফতওয়া শামি ২/২৫২,আহকামে মায়্যেত-১০১-১১২]
❏ ২৯. যে ব্যক্তি বিবি বাচ্চার হক যথাযথ আদায় করে এবং তাদের হালাল খাওয়ায়।
❏ ৩০. أَوْ مَاتَ عَلَى فِرَاشِهِ بِأَيِّ حَتْفٍ شَاءَ اللَّهُ
যে ব্যক্তি স্বীয় বিছানায় কোনরূপ এ্যাটাকে যা আল্লাহ চেয়েছেন মারা গিয়েছে,সে শহীদ।
❏ ৩১. كُلُّ مَوْتَةٍ يَمُوتُ بِهَا الْمُسْلِمُ فَهُوَ شَهِيدٌ غَيْرَ أَنَّ الشَّهَادَةَ تَتَفَاضَلُ
যে কোন বিশেষ ধরনের (অস্বাভাবিক) মৃত্যু যাতে মুমিন মৃত্যুবরণ করে, সে শহীদ।কিন্তু (তাতে মৃত্যুর কষ্ট বা অবস্থার তারতম্যে) শহীদী মর্তবা কম-বেশী হয়।
❏ ৩২. যে দম বন্ধ হয়ে মারা গেছে।
❏ ৩৩. যিনি রাত্রিবেলায় অজু করে শয়ন করেন এবং ওই ঘুমেই তার মৃত্যু এসে যায়।[উমদাতুল ক্বারী-১০/১৪৫ পৃ:]
❏ ৩৪. জুমার দিনে মৃত্যুবরণকারী। [উমদাতুল ক্বারী-১০/১৪৫ পৃ:]
❏ ৩৫. الْمَطْعُونُ شَهِيدٌ –মহামারীতে মৃত ব্যক্তি শহীদ/মহামারীতে মৃত্যুবরণকারী (মুমিন ব্যাক্তি) শহীদ।
❏ ৩৬. وَالْغَرِقُ شَهِيدٌ — পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ/পানিতে নিমজ্জিত/পানিতে ডুবে যে মারা যায় যায়,সে শহীদ।
❏ ৩৭. وَالْمَبْطُونُ شَهِيدٌ
(কলেরা বা অনুরূপ) পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ/পেটের রোগ (কলেরা, ডায়রিয়া ইত্যাদি)/পেটের পীড়ায় যে মারা যায়,সে শহীদ।
❏ ৩৮. وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ
দগ্ধ হওয়া মৃত ব্যক্তি/আগ্নিদগ্ধ ব্যক্তি/আগুনে পুড়ে যে মারা যায়,সে শহীদ।
❏ ৩৯. الَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ
যে ধ্বংসস্তপের নীচে পড়ে মারা গেলে/যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে /ধ্বংসস্তূপে চাপা পড়ে/ভূমি,ভবন বা দেয়াল ধসে/বিল্ডিং ধ্বসে বা দেয়াল চাপা পড়ে যে মারা যায়,সে শহীদ।
❏ ৪০. وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ
প্লিউরেসি বা পাঁজরের ফোঁড়ারোগে মৃত ব্যক্তি শহীদ।
❏ ৪১. নিউমোনিয়ায় মৃত্যুবরণকারী। [মাজমাউয যাওয়াইদ-৫/৩৮৯পৃ. হা: ৯৫৫৪]
❏ ৪২. وَصَاحِبُ السُّلِّ شَهِيدٌ
যক্ষ্মায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শহীদ।
❏ ৪৩. الْمَحْمُومُ شَهِيدٌ
জ্বরে ভুগে মৃত্যুবরণকারী শহীদ।
[উমদাতুল ক্বারী-১০/১৪৫]
❏ ৪৪. ذات الجنب অর্থাৎ প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিও শহীদ।
[সুনানে ইবনে মাজাহ-৩/৩৬৬ পৃ. হা: ২৮০৩]
❏ ৪৫. যাতুল জাম্ব’ নামক কঠিন রোগে মৃত ব্যক্তি।
❏ ৪৬. মৃগী রোগে বা বাহন হতে পড়ে মৃত্যুবরণকারী।
[মুস্তাদরাকে হাকেম-৩/৯০৯ পৃ.হা: ২৪১৬]
❏ ৪৭. ক্ষয় রোগে মরাও শুভ মরণের শুভ লক্ষণ; এমন মৃত্যুও শহীদের মর্যাদা দান করে। রাসূল ﷺ বলেন, “ক্ষয় রোগের ফলে মরণ শহীদের মরণ।”
[মাজমাউয যাওয়াইদ: ২/৩১৭, ৫/ ৩০১]
❏ ৪৮. مَنْ مَاتَ مَرِيضًا مَاتَ شَهِيداً
যে ব্যক্তি রোগে ভুগে (কষ্ট পেয়ে) মৃত্যুবরণ করেছে,সে শহীদ।
❏ ৪৯. وَالَّذِي يَفْتَرِسُهُ السَّبُعُ شَهِيدٌ
যাকে হিংস্র জন্তু আক্রমণ করে (এবং সে মারা যায়),সে শহীদ।
❏ ৫০. وَالَّذِي يَفْتَرِسُهُ السَّبُعُ شَهِيدٌ
যাকে হিংস্র জন্তু আক্রমণ করে (এবং সে মারা যায়),সে শহীদ।
❏ ৫১. হিংস্র প্রাণী যাকে ছিঁড়ে মেরে ফেলেছে।
[মাজমাউয যাওয়াউদ-৫/৩৯০পৃ. হা: ৯৫৫৯]
❏ ৫২. أَوْ لَدَغَتْهُ هَامَةٌ
যাকে কোন বিষাক্ত কীট বা অনুরূপ কিছু দংশন করেছে (এবং সে মৃত্যুবরণ করেছে),সে শহীদ।
❏ ৫৩. وَاللَّدِيغُ شَهِيدٌ
কোনকিছুর দংশনে মৃত্যুবরণকারী শহীদ।
বিষাক্ত প্রাণীর দংশনে যার মৃত্যু হয়েছে।
[মুস্তাদরকুল হাকেম-৩/৯০৯পৃ. হা: ২৪১৬]
❏ ৫৪. وَالْخَارُّ عَنْ رَأْسِهِ شَهِيدٌ
মাথা চক্কর দিয়ে পড়ে মৃত্যুবরণকারী শহীদ।
❏ ৫৫. সি সিকনেস বা সমুদ্র দুলুনীতে মাথা ঘুরে বমি করে মৃত্যুবরণকারী। [সুনানে আবূ দাউদ-২/১০পৃ. হা: ২৪৯৩]
❏ ৫৬. ومَن يقعُ علَيهِ البيتُ فَهوَ شَهيدٌ
যার উপরে ঘর পড়ে তার মৃত্যু হয়, সে শহীদ।
❏ ৫৭. وَصَاحِبُ الْهَدْمِ شَهِيدٌ
ধসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি শহীদ।
❏ ৫৮. ومَن تقع علَيهِ الصَّخرةُ فَهوَ شَهيدٌ
যার উপর শিলা পড়ে তার মৃত্যু হয়, সে শহীদ।
❏ ৫৯. مَن يقعُ مِن فوقِ البيتِ فتندَقُّ رِجلُهُ أوعنقُهُ فيَموتُ فَهوَ شَهيد
যে ব্যক্তি ঘরের উপরে উঠে, অতঃপর তার পা অথবা ঘাড় বিচ্যুত হয়ে যায় আর সে মারা যায়,সে শহীদ।
❏ ৬০. مَنْ يَتَرَدَّى مِنْ رُءُوس الْجِبَال
যে ব্যক্তি পর্বত-চূড়া থেকে পড়ে মৃত্যুবরণ করে, সে শহীদ।
❏ ৬১. أَوْ وَقَصَهُ فَرَسُهُ أَوْ بَعِيرُهُ
যাকে তার ঘোড়া বা উট পাছাড় দিয়ে ফেলে দিয়েছে (এবং তাতে সে মৃত্যুবরণ করেছে),সে শহীদ।
❏ ৬২. مَن صُرِع عن دابته، فهو شهيد
যে ব্যক্তি তার সওয়ারী থেকে অধঃপতিত হয়ে/নিজের সওয়ারী থেকে পড়ে গিয়ে যে মারা যায়,সেও শহীদ।
[সহীহুল জামে: ৬৩৩৬]
❏ ৬৩. وَالشَّرِيقُ شَهِيدٌ
বন্যা বা জলোচ্ছাসে ভেসে গিয়ে মৃত্যুবরণকারী শহীদ।
❏ ৬৪. اَلْغَرِيبُ شَهِيدٌ
প্রবাসী বা দূর দেশে অবস্থানর মৃত্যুবরণকারী/প্রবাসে-পরদেশে মৃত্যুবরণকারী। [ফাতহুল বারী-৬/৫৬পৃ.]
❏ ৬৫. যে ব্যক্তি রোগ শয্যায় ৪০ বার ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনায যলিমীন’ পড়ে এবং ওই রোগেই পরপারে পাড়ি জমায়।
❏ ৬৬. ইলমে দীন চর্চায় লিপ্ত অবস্থায় মৃত্যুবরণকারী।
[উমদাতুল ক্বারী-১০/১৪৫]
❏ ৬৭. সওয়াবের আশায় আজান দেয় যে মুয়াজ্জিন।
[আত্তারগিব ওয়াত তারহিব-১/১২৯পৃ. হা: ৩৬৪]
❏ ৬৮. সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। [সুনানে তিরমিজি-১/৩৭৭পৃ. হা: ১২১২]
❏ ৬৯. মুসলমানদের শহরে খাদ্য আমদানিকারক ব্যবসায়ী।
❏ ৭০. দৈনিক পঁচিশবার এই দোয়া পাঠকারী ‘আল্লাহুম্মা বারিক লি ফিল মাওতি ওয়া ফিমা বাদাল মাওতি।’
[মেরকাত : ৫/২৭০]
❏ ৭১. দৈনিক চাশতের নামাজ আদায়কারী।মাসে ৩ রোজা পালনকারী এবং ঘরে-সফরে সর্বদা বিতরের নামাজ আদায়কারী।
[উমদাতুল ক্বারী-১০/১৪৫পৃ: ]
❏ ৭২. প্রতি রাতে সুরা ইয়াসিন তিলাওয়াতকারী।
❏ ৭৩. দৈনিক একশত বার দুুরুদ পাঠকারী।
[ত্ববরানী ফিল আওসাতি-৫/২৫২,পৃ.৭২৩৫]
❏ ৭৪. সুরা হাশরের শেষ তিন আয়াত তিলাওয়াতের আমল।
❏ ৭৫. পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, রমযানের সাওম পালনও তারাবীহ সালাত আদায় এবং যাকাত প্রদানকারী।
তথ্যসূত্রঃ
*(ক.) সহীহ বুখারী: হা/নং ৬৫৪,২৪৮০, ২৮৩০
*(খ.) সহীহ মুসলিম: হা,/নং ২০২,৩৫৩৮, ৩৫৪০
*(গ.) জামি‘ তিরমিয: হাদীস নং ৯৮৩, ১৩৩৯,১৩৪১
*(ঘ.) সুনানে আবু দাউদ: হা/নং ২৪৯৯, ২৭০৪, ৩১১১
*(ঙ.) সুনানে নাসায়ী: হা/নং ১৮৪৬, ২০২৭,৪০১৬,৪০২৮
*(চ.) সুনানে ইবনে মাজাহ
*(ছ.) মুসনাদে আহমাদ: হা/নং ৬৬২৮, ৭৭৪৫,৭৯৫৪,১২০৬৪,১৪৭৬২,১৫৪২৬, ২১৬২৭
*(জ.) মুআত্তা মালিক: হা/নং ২৬৯,৪৯৩ *(ঝ.) মু‘জামে কাবীর–তাবরানী,হা/নং ১১৬৮৬
*(ঞ.) মুস্তাদরাক আলাস সাহীহাঈন–হাকিম: হা/নং ২৪৬৩
*(ট.) মুসনাদে দারিমী: হা/নং ২৩০৭
[এছাড়াও পূর্বে দলিল দিয়েছি তাই এখানে শুধু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি।আল্লাহ পাক আমাদের সবাইকে মহামারী থেকে হেফাজত করুন।আমিন।]