আল্লাহর রাস্তার সৈন্যদের সাহায্য করার ফযীলত
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶১৪২... হযরত সায়্যিদুনা যায়েদ বিন খালিদ (رضي الله عنه) বর্ণনা করেন: “যে ব্যক্তি মুজাহিদদের মালামাল ইত্যাদির ব্যবস্থা করবে, তার প্রতিদানও মুজাহিদেরই ন্যায় এবং যে ব্যক্তি মুজাহিদের পরিবারকে দেখাশােনা করলাে, তার প্রতিদানও মুজাহিদের ন্যায়।”
(সহীহ ইবনে হাব্বান, কিতাবুস সেয়র, বাবু ফসলিজ জিহাদ, হাদীস নং- ৪৬১৩, ৭৭১।)
▶১৪৩... হযরত সায়্যিদুনা যায়েদ বিন খালিদ (رضي الله عنه) থেকে বর্ণিত, তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, হুযুর (ﷺ) ইরশাদ। করেন: “যে ব্যক্তি মুজাহিদকে জিহাদে যাওয়ার জন্য পাথেয় ব্যবস্থা করে দিলাে, তবে নিশ্চয় সে যেনাে (নিজেই) জিহাদ করলাে এবং যে ব্যক্তি মুজাহিদের পরিবারকে ভালভাবে দেখাশুনা করলাে, তবে সেও জিহাদকারীর ন্যায় সাওয়াব পাবে।”
(সহীহ মুসলিম, কিতাবুল ইমারা, হাদীস নং- ১৮৯৫, ১০৫০ পৃষ্ঠা।)