নেক আমল করার ফযীলত
এপ্সঃ 🔎 উত্তম চরিত্র [মূলঃ ইমাম তাবারানী রহ.]
সূত্রঃ 🌍 সুন্নি-বিশ্বকোষ
▶১১৯... হযরত সায়্যিদুনা জাবির (رضي الله عنه) থেকে বর্ণিত, তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, হুযুর (ﷺ) ইরশাদ করেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা আমাকে সুন্দর চরিত্র ও নেক আমলকে পূর্ণতায় পৌঁছিয়ে দেয়ার জন্য প্রেরণ করেছেন।”
(আল মু'জামুল আওসাত, হাদীস নং- ৬৮০৫, ৫/১৫৩)
▶১২০... হযরত সায়্যিদুনা জাবির (رضي الله عنه) থেকে বর্ণিত, হুযুর নবীয়ে আকরাম, নূরে মুজাসসাম (ﷺ) ইরশাদ করেন: “নিশ্চয় আল্লাহ তায়ালা নেক ও উত্তম কাজগুলােকে পছন্দ করেন এবং মন্দ কাজগুলােকে অপছন্দ করেন।”(শুয়াবুল ঈমান লিল বায়হাকী, বাবু ফি হুসনিল হুলক, হাদীস নং-৮০১২, ৬/২৪১।)
▶১২১. হযরত সায়্যিদুনা ওসমান বিন আফফান (رضي الله عنه) থেকে বর্ণিত, মদীনার তাজেদার, রাসূলদের সরদার (ﷺ) ইরশাদ করেন: “আল্লাহ তায়ালার ১১৭টি চারিত্রিক গুণ রয়েছে। যে বান্দা এর মধ্য থেকে কোন একটি গুণকেও নিজের চরিত্রে প্রতিফলন করবে, আল্লাহ তায়ালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন।”
(মুসনাদে আবী দাউদ তিয়ালসি, ১ম অংশ, হাদীসের ওসমান বিন আফফান, ১৪ পৃষ্ঠা।)
▶১২২... হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী (رضي الله عنه) থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবীব (ﷺ) ইরশাদ করেন: “আল্লাহ তায়ালার নিকট একটি ‘লওহ রয়েছে, যাতে ৩১৫টি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন: যে ব্যক্তি এর মধ্য থেকে কোন একটির উপর আমল করবে এবং আমার সাথে কাউকে অংশীদার করবে না, তবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবাে।”
(ওমদাতুল ক্বারী শরহে সহীহ বুখারী, কিতাবুল ঈমান, ৯নং হাদীনের পাদটিকা, ১/১৯৬।)
▶১২৩.. বর্ণিত আছে, প্রিয় নবী (ﷺ). রাসূলে আরবী (ﷺ) ইরশাদ করেন: “ঈমানের ৩৩৩টি গুণাবলী রয়েছে। যে এর মধ্য থেকে কোন একটির উপরও আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”
––––––––––––––––––––––––––––––––
(মা'রিফাতে সাহাবা লিআবী নাইম, নম্বর- ১৯৪৩, ওবাইদ আবু আব্দুর রহমান, হাদীস নং- ৪৮০৬, ৩/৩২৮।)