জিজ্ঞাসা–৯৫৯: আসসালামু আলাইকুম, মেয়েদের সাদা স্রাব পড়লে কি অজু ভেঙ্গে যায়?–Kaniz Fatema
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
সাদা স্রাব নাপাক। এটি অজু ভঙ্গকারী। যদি কারো ক্ষেত্রে এটি লাগাতরভাবে বের হতে থাকে; এতটুকু সময় পাওয়া যায় না যে, যার মাঝে ফরজ নামাযটুকু আদায় করা যায়, তাহলে শরয়ী পরিভাষায় তাকে মুস্তাহাযা মহিলার হুকুমে ধরা হবে। অর্থাৎ তাকে মা’যূর বা অক্ষম বলে গণ্য করা হবে। মুস্তাহাযা বা মা’যূর ব্যাক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে অজু করবে এবং অজুর পূর্বে স্রাব ধুয়ে নিবে। এ অজু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামায পড়তে চায় পড়ে নিবে, কুরআন শরিফ স্পর্শ করতে পারবে। এ সময় স্রাব নির্গত হতে থাকলেও কোন অসুবিধা নেই। কিন্তু পরের নামাযের সময় হয়ে গেলেই অজুটি ভেঙ্গে যাবে। আবার নতুন করে অজু করে নামায পড়তে হবে। (www.banuri.edu.pk ফতওয়া নং 144003200404)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী