দান সদকাহ করার আদবঃ ইসলামে দান-সদকার অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। তবে দান-সদকা করার কিছু আদব ও শিষ্টাচার রয়েছে, যা কুরআন ও হাদিস অনুযায়ী পালন করা উচিত। নিচে দান-সদকার আদবগুলো তুলে ধরা হলো—

১. হালাল সম্পদ থেকে দান করা।(সহীহ মুসলিমঃ২২৪)
২. প্রতিদিন সামান্য হলেও দান করা।
(সহীহ বুখারীঃ১৩৫১)
৩. নিকটাত্মীয়দের থেকে দান শুরু করা।
(সহীহ বুখারীঃ১৪২৬)
৪. এমন গোপনে দান করা যেন, ডান হাতে দান করলে বাম হাতে টের না পায়।(সহীহ বুখারীঃ ৬৬০)
৫. দান করে কাউকে খোঁটা না দেওয়া।
(সহীহ্ মুসলিমঃ১০৬)

১. আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা

দান-সদকা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে, লোক দেখানোর জন্য নয়।
আল্লাহ বলেন:
“তারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদের ঈমানকে দৃঢ় করার জন্য ব্যয় করে।" (সূরা আল-বাকারা: ২৬৫)

২. হালাল সম্পদ থেকে দান করা

শুধুমাত্র হালাল ও পবিত্র সম্পদ থেকে দান করতে হবে।
রাসুল (সা.) বলেছেন:
“নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন।” (মুসলিম: ১০১৫)

৩. দান গোপনে করাই উত্তম

প্রকাশ্যে দান করা বৈধ হলেও গোপনে দান করা উত্তম, এতে রিয়া বা অহংকার থেকে বাঁচা যায়।
আল্লাহ বলেন:
“যদি তোমরা প্রকাশ্যে দান করো, তবে তা উত্তম। আর যদি গোপনে করো ও দরিদ্রদের দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।” (সূরা আল-বাকারা: ২৭১)

৪. দানের পর কাউকে কষ্ট না দেওয়া

দান করার পর দাতার উচিত নয় গ্রহণকারীকে লাঞ্ছিত করা বা তার ওপর দয়া দেখানো।
আল্লাহ বলেন:
“হে ঈমানদারগণ! তোমরা তোমাদের দান-খয়রাতকে দোষারোপ ও কষ্ট দিয়ে নষ্ট করো না।” (সূরা আল-বাকারা: ২৬৪)

৫. নিকটাত্মীয়দের অগ্রাধিকার দেওয়া

প্রয়োজনে আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের আগে দান করা উত্তম।
রাসুল (সা.) বলেছেন:
“সদকা তখনই পূর্ণ হয়, যখন তা আত্মীয়-স্বজনদের দেওয়া হয়।” (নাসাঈ: ২৫৩৫)

৬. উত্তম ও পছন্দনীয় জিনিস দান করা

নিজের অপছন্দের বা নিম্নমানের কিছু দান না করে উত্তম বস্তু দান করা উচিত।
আল্লাহ বলেন:
“তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো।” (সূরা আলে ইমরান: ৯২)

৭. অভাবীদের দান করতে কৃপণতা না করা

যারা সত্যিকারের অভাবী, তাদের সাহায্য করতে কৃপণতা করা উচিত নয়।
রাসুল (সা.) বলেছেন:
“দান-সদকা সম্পদের ঘাটতি ঘটায় না।” (মুসলিম: ২৫৮৮)

৮. সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দান করা

যখন সুস্থ ও কর্মক্ষম থাকা যায়, তখনই দান করা উত্তম, অসুস্থতার সময় মৃত্যুভয়ে দান করাটা সর্বোত্তম নয়।
রাসুল (সা.) বলেছেন:
“সবচেয়ে উত্তম দান হলো, যখন তুমি সুস্থ ও লোভী থাকো।” (বুখারি: ১৪১৯)

৯. উত্তম ব্যবহার করা

দানের মাধ্যমে দাতার উচিত বিনয়ের সাথে গ্রহণকারীর প্রতি সদাচরণ করা।

১০. দানের প্রতিদান আল্লাহর কাছে আশা করা

দান-সদকা করে এর প্রতিদান দুনিয়ায় আশা না করে আল্লাহর কাছ থেকে প্রতিদান আশা করা উচিত।

উপরে উল্লেখিত আদবগুলো মেনে দান-সদকা করলে তা অধিক নেকির কাজ হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।


Top