১- জামাতে নামাজ পড়ার সময় ইমাম যখন সূরা পড়েন উচ্চস্বরে তখন কি আমি ও পড়ব?
👉না। চুপ থেকে শুধু শুনবেন।
২- জামাতে আছর যোহর এর নামাজে ইমাম সূরা শব্দ ছাড়া পড়েন একেত্রে আমি ও কি নিজে নিজে সূরা ফাতিয়া এবং অন্য সুরা পড়ব?
👉না। চুপ থেকে শুধু শুনবেন।
৩- জামাতের নামাজে এক রাকাত চলে গেলে আমি যখন নামাজে শরীক হব তখন শেষের রাকাতে কি সূরা ফাতিহা এবং সাথে অন্য সূরা পড়ব ?
👉হ্যাঁ। যদি প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত বাদ যায় তবে সূরা ফাতিহা+অন্য সূরা আর যদি ৩য় বা ৪র্থ রাকাত বাদ যায় শুধু সূরা ফাতিহা।
৪- জামাতের নামাজে দুই রাকাত চলে গেলে ইমাম যখন সালাম ফিরাবেন তার পর কিভাবে নামাজ শেষ করব ?
👉ইমাম ডানে সালাম ফিরালে আপনি আল্লাহু আকবার বলে উঠে যাবে। তখন সূরা ফাতিহা+অন্য সূরা পড়বেন।
৫- জামাতের নামাজে তিন রাকাত চলে গেলে এক রাকাত ইমামের পিছনে পড়ার পর পরের রাকাত গুলো কিভাবে শেষ করব ?
👉শেষের রাকাত থেকে উলটো করে পড়ে আসবেন। মানে ৩য় রাকাত ছুটে গেলে ইমাম সালাম ফিরানোর সময় উঠে যাবেন। তারপর শুধু সূরা ফাতিহা পড়বেন। তারপর বৈঠক করে তাশহুদ পড়ে আবার উঠে যাবেন। তারপর সূরা ফাতিহা+অন্য সূরা দ্বারা দুই রাকাত পূর্ণ করে বৈঠক ও সালাম দ্বারা নামাজ শেষ করবেন।
৬- জামাতে নামাজ পড়ার সময় ইমাম যখন আল্লাহু আকবার,সামিয়াল্লাহু হুলিমান হামিদাহ বলে রুকু সিজদাহ তে যান তখন আমি ও কি আল্লাহু আকবার বলব?
👉হ্যাঁ। সামিয়াল্লাহু লিমান হামিদাহ.... এই জায়গায় রাব্বানা লাকাল হামদ পড়বেন।
৭-তারাবীর নামাজে দুই রাকাত পর পর তো নিয়ত করতে হয় এখন এখানে প্রতি দুই রাকাত পর পর কি জায়নামাযের দো’আ ও পড়তে হয়?
👉না।
৮- বিতরের নামাজ জামাতে পড়লে দুয়া কুনুত এটা নিজে পড়া লাগবে ?
👉হ্যাঁ।