উত্তর:- ইসলামের জরুরী বিষয়গুলির মধ্যে কোন একটি বিষয়কে অস্বীকার করা কুফরী।
ইসলামের জরুরী বিষয় বহু রহিয়াছে। ঐগুলির মধ্যে কয়েকটি ইহাই। আল্লাহ তা’আলাকে এক এবং“ওয়াজিবুল অজুদ”
 (অর্থাৎ যাহার অস্তিত্ব অপরের মুর্খাপেক্ষী নহে।) স্বীকার করা, উহার অস্তিত্বে ও গুণে কাহার শরীক ধারণা না করা,  অত্যাচার এবং মিথ্যা ইত্যাদি সমস্ত দোষ হইতে উহাকে পবিত্র স্বীকার করা, উহার ফেরেশ্তা এবং উহার সমস্ত কিতাব মান্য করা, হুযুর সাল্লাল্লাহো আলাইহি অসাল্লাম এবং সমস্ত নবীগণের নবুওয়াতকে মান্য করা, উহাদের সবাইকে সম্মানিত মনে করা উহাদিগকে খারাপ ও ছোট ধারণা না করা, উহাদিগের প্রতিটি কথা, যাহা অকাট্য ভাবে প্রমাণিত হইয়াছে, তাহা সত্য জানা, হুযুর সাল্লাল্লাহো আলাইহি অসাল্লামকে ‘খাতামান্নাবীঈন’ স্বীকার করা। উহার পর কোন নবীর পয়দা হওয়াকে জায়েয ধারণা না করা, ক্বিয়ামত, হিসাব, কিতাব এবং রোজা এবং হজ্জ ও যাকাতের ফরয হওয়াকে স্বীকার করা, ব্যাভিচার, চুরি এবং মদ্যপান ইত্যাদি অকাট্য হারামের হারাম হওয়া বিশ্বিস করা এবং কাফেরকে কাফের ধারণা করা ইত্যাদি।
Top