মহিলাদের জন্য সিলসিলায়ে আলিয়া কাদরিয়ার সবক্ব
❒ক. ফজরের নামাযের পর:
১. দরূদ শরিফ ১০০ (একশদত) বার।
‣ ❛আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদিন ওআলা-আলি সায়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম।❜
২. প্রত্যেকবার ‘বিসমিল্লাহ হিররাহমানির রাহীম’ সহকারে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্’ ১০০ (একশত) বার।
❒ খ) মাগরিবের নামাযের (ফরয ও সুন্নাতের) পর:
➊ সালাতে আউওয়াবীন (নামাজ) ৬ রা'কাত
সালাতে আউওয়াবীন (নামাজ) এর নিয়ম:
তিন রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত আদায়ের পর, দুই রাক’আত করে তিন নিয়তে ছয় রাক’আত নামাজ আদায় করতে হবে, প্রতি রাক’আতে একবার সূরা ফাতিহা (আলহামদু শরীফ) ও তিনবার সূরা ইখলাছ (কুল হুওয়াল্লাহু আহাদ্)।
নিয়্যত:
‣ ❝নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা'য়ালা রাকা'তাই সালাতিল আউওয়াবীন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবর।❞
➋ দরূদ শরীফ (পূর্বে বর্ণিত নিয়মে) ১০০ বার।
❒ গ. এশার নামাজের পর:
১। ‘বিসমিল্লাহ হিররাহমানির রাহীম’ সহকারে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্’ ১০০ (একশত) বার।
✮ দ্রষ্টব্য:ফজর ও এশার নামাজের পর কোন জরুরী কাজ থাকলে অথবা শারীরিক অসুবিধা বােধ
করলে যিকর সমূহ ফজর ও এশার নামাজের পূর্বেও আদায় করার ইযাজত(অনুমতি)আছে ।