মহামারী বা করোনা ভাইরাস রোগে আক্রান্ত মৃত ব্যক্তির গোসলের শরয়ী বিধান।
🖋ইউসুফ মুহাম্মদ সালাহ উদ্দীন শাহ্
★সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদেরকে গোসল বিহীন দাফন করা হচ্ছে এমনকি ফুঁড়িয়ে ফেলার মতো ইসলাম বিরুধী জঘন্য আচরণ করা হচ্ছে, তাই এমতাবস্থায় এবিষয়টি সর্ব-সাধারণের দৃষ্টি আকর্ষন করছি।
★মহামারি কিংবা এজাতীয় কঠিন দূরারোগ্যে আক্রান্ত মৃত ব্যক্তির গোসলের বিষয়ে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়াগ্রন্থের উদ্ধৃতি নিম্মরুপ:
أن من تعذر غسله بالماء أن كان بسبب إنعدام الماء فإنه ييمم بالتراب.
كما نص على ذالك في العناية (٢٦١/١٦) فقال من تعذر غسله لعدم ما يغسل به فيمن بالصعيد.
وأما إن كان تعذر غسله بسبب تعذر مسه فإنه يصب عليه الماء صبا كما قال ذالك في مراقي الفلاح (224)
নিশ্চয় এমন (মুমুর্ষ) ব্যক্তি যাকে পানি দ্বারা গোসল দেওয়াটা দুষ্কর হয়ে পড়েছে তবে এমন ব্যক্তিকে মাটি দ্বারা তায়াম্মুম করিয়ে দেবে।
এ ব্যাপারে আল ইনায়া গ্রন্থের(১৬/২৬১)পৃষ্টায় উল্লেখ রয়েছে, গ্রন্থকার বলেন: বিশেষ কোন কারণবশত পানি দ্বারা গোসল দিতে অক্ষম ব্যক্তিকে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিয়ে দেবে।
★পক্ষান্তরে যদি মৃত ব্যক্তির দেহে পানি দ্বারা ধৌত কিংবা মাছেহ করাতে অসুবিধে হয় তবে যেন তার উপর একবারমাত্র পানি ঢেলে দেওয়া হয়।
যেমন মারাক্বিল ফালাহ্ গ্রন্থের (২২৪) নং পৃ. দ্র.
والمنتفخ الذي تعذر مسه يصب عليه الماء.
মৃত ব্যক্তির দেহে মাসেহ করার দ্বারা শরীর উপড়ে যাওয়া তথা ক্ষত হওয়ার আশংকা হলে তার উপর শুধু পানি ঢেলে দেবে।
★ বাহারে শরীয়ত গ্রন্থকারও অনুরুপ মন্তব্য করেছেন। দেখুন (৪/৭৬)
★ কিতাবুল ফিকহ আলাল মাযাহাবিল আরবা গ্রন্থে রয়েছে
ويقوم التيمم مقام غسل الميت عند فقد الماء أو تعذر الغسل، كأن مات حريقاً، ويخشى أن يتقطع بدنه إذا غسل بذلك أو بصب الماء عليه بدون دلك، أما إن كان لا يتقطع بصب الماء فلا ييمم، بل يغسل بصب الماء بدون دلك
অর্থাৎ-মুলত তায়াম্মুমের বিধান কার্যকর হবে যদি পানির সংকট কিংবা ধৌত করাতে বিশেষ সমস্যা হলে,যেমন আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির। এতে আশংকা হচ্ছে গোসলের দ্বারা শরীরের চামড়া উপড়ে পড়বে বা তার উপর পানি ঢেলে দেওয়ার দ্বারা।
পক্ষান্তরে যদি পানি দ্বারা গোসল করালে মৃত ব্যক্তির চামড়া খসে নাপড়ে এ ক্ষেত্রে তায়াম্মুম বৈধ হবেনা বরং পানি ঢেলে দিয়ে গোসল সম্পন্ন করবে। (১ম খন্ড)
★সুতরাং করোনাভাইরাস জনিত মৃতরোগীর গোসল/তায়াম্মুম বিহীন দাফন করা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।
মহান আল্লাহপাক বুঝার তাওফিক দান করুন আমিন।