প্রশ্ন:- সমস্ত প্রকার গোনাহ কি তওবায় ক্ষমা হইতে পারে?
উত্তর:- যে গোনাহ কোন মানুষের হক্ব নষ্ট করিয়া
হইয়াছে। যথা, কাহার মাল কাড়িয়া লইয়াছে, কাহার অপবাদে গিয়াছে। তাহা হইলে ঐ গোনাহগুলির ক্ষমার জন্য জরুরী যে, প্রথমে সেই মানুষের হক ফিরাইয়া দিবে অথবা উহার নিকট ক্ষমা চাহিয়া লইবে। তারপর আল্লাহ তা’আলার নিকট তওবা করিবে। তাহা হইলে ক্ষমা হইতে পারে এবং কোন বান্দার হক নষ্টের সহিত যে গোনাহের সম্পর্ক নাই, বরং কেবল আল্লাহ তা’আলার সহিত রহিয়াছে। উহা দুই প্রকার। উহা, যাহা কেবল তওবায় ক্ষমা হইতে পারে না। যথা, নামায না পড়িবার গোনাহ। উহার জন্য জরুরী যে, যথা সময় নামায আদায় না করিবার যে গোনাহ হইয়াছে। উহা হইতে তওবা করিবে।যদি শেষ জীবনে কিছু কাজা রহিয়া যায়, তাহা হইলে উহার ফিদিইয়া দেওয়ার অসীয়ত করিয়া যাইবে।
এক ওয়াক্ত নামাযের ফিদিইয়া একটি ফিতরার পরিমাণ পয়সা ও খাদ্য ইত্যাদি দান করা।