গাউসে জমান আল্লামা তৈয়্যব শাহ (র.)'র শিক্ষক মহোদয়কে স্বপ্নযোগে নবীর বংশ তৈয়্যব শাহ'র যত্ন নেওয়ার নির্দেশ দিলেন হুজুর পাক ﷺ!
শিশু তৈয়্যব শাহ যখন পবিত্র কোরআন মজিদ হিফজ করছিলেন তখনকার একটি ঘটনা। একদিন গাউসে জমান, আল্লামা, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রঃ)'র সম্মানিত শিক্ষক মহোদয় স্বপ্নযোগে রাসুলে আকরাম ﷺ'র দিদারে ধন্য হন। ঐ সময় প্রিয় নবী ﷺ উক্ত শিক্ষককে খবর দেন যে, ছাত্রদের মধ্যে তাঁর একজন বংশধর আছেন, যেন তাঁর যত্ন নেওয়া হয়। অতঃপর শিক্ষকের ঘুম ভেঙ্গে যায়। তিনি চিন্তিত হয়ে পড়লেন, কে সেই? তাই দেরী না করে সকল ছাত্রদের ডেকে এক অভিনব কৌশলে পরিক্ষা করলেন- তিনি প্রত্যেক ছাত্রদের একটি করে কমলা দিয়ে বললেন, যাও! তোমাদের হাতের কমলা এমনভাবে খাও যাতে আল্লাহ তা'আলা না দেখেন। শিক্ষকের নির্দেশ পেয়ে প্রত্যক শিশু নিজ নিজ মত করে খেয়ে আসল; কিন্তু শিশু তৈয়্যব শাহ কমলাটি ওস্তাদজিকে ফেরত দিয়ে বললেন- "আল্লাহ হার জাগা মে হ্যায়" অর্থাৎ, আল্লাহ সব জায়গায় আছেন। সুবহানআল্লাহ! ৯-১০ বছরের চেয়েও কম একজন শিশুর মুখে এমন জবাব শুনে শিক্ষক বুঝে গেলেন, এই শিশু তৈয়্যব শাহ সেই আওলাদে পাক যাঁর সম্পর্কে হুজুর পাক ﷺ স্বপ্নে অবহিত করেছেন। গাউসে জমান তৈয়্যব শাহ (র.) হলেন, মাতৃগর্ভের অলী। তাঁর জন্মের পুর্বেও এমন অনেক অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়।
#সূত্রঃ মাসিক তরজুমান, মাহে জিলহজ্ব-১৪৩৩ হিজরি, পৃঃ৩১