দরসে হাদিসঃ কুরআন তেলাওয়াতের গুরুত্ব
১. হযরত বারা ইবনে আযিব রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছেন- "কুরআন করিমকে নিজেদের আওয়াজ দ্বারা সুন্দর (সুন্দর কন্ঠে, তাজভীদ দ্বারা) করো।
সূত্র- আহমদ, আবূ দাউদ, ইবনে মাজাহ ও দারেমী শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-২০৯৩।
২. হযরত সা'দ ইবনে ওবাদাহ রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন- যে কেউই কুরআন পড়ে ভুলে যায়, সে অবশ্যই ক্বিয়ামতের দিন আল্লাহ তা'আলার সাথে কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে সাক্ষাত করবে।
সূত্র- আবূ দাউদ ও দারেমী শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-২০৯৪।
৩. হযরত ওক্ববাহ ইবনে আমির রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- প্রকাশ্য কন্ঠে কুরআন তিলাওয়াতকারী প্রকাশ্যভাবে সাদক্বাহ দাতার মতো। আর নিরবে কুরআন তিলাওয়াতকারী গোপনভাবে সাদক্বাহ দাতার মতোই।
সূত্র- তিরমিযী, আবূ দাউদ ও নাসাঈ শরিফ। মিশকাতুল মাসাবীহ, হাদিস নং- ২০৯৬।