আরবী ব্যাকরণবিদের কান্ড!!
.
একজন আরবী ভাষাবিদ সাকিনা( ﺳﺎﻛﻨﺔ ) নামে এক মহিলাকে বিবাহ করলেন৷

কিছুদিন পর তিনি আরেকজন মহিলাকে বিয়ে করলেন তার নামও সাকিনা (ﺳﺎﻛﻨﺔ )

আরবী ভাষাবিদ (দ্বিতীয়জনকে বিয়ে করার পর) প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিলেন৷

লোকেরা জিজ্ঞাসা করলো: তুমি তোমার প্রথম স্ত্রীকে কেন তালাক দিলে?

আরবী ভাষাবিদ উত্তর দিলেন: (আরবী ব্যকরণের কায়েদা হলো) "দুই সাকিন একত্রিত হলে প্রথম সাকিনকে বিলুপ্ত করতে হয়" তাই প্রথম "সাকিনা"(স্ত্রী)কে তালাক দিলাম 🤣🤣

আরবী যারা শিখছেন, আরবী ভাষা ছাড়া অন্য জায়গায় কায়েদা প্রয়োগ করবেন না, তাহলে একটি বউ হারাতে হবে 🐸🐸

তেমনিভাবে, এক জায়গার ফতোয়া অন্যখানে মারলে এমনিভাবে বউ হারাতে হবে 😂। একটা আকলের সিদ্ধান্ত, অন্যটি সুন্নাহ। সুন্নাহ ছেড়ে আকলকে (ব্যক্তিগত ফতোয়া) প্রাধান্য দেয়া তাকওয়ার পরিচয় বহন করেনা। বরং জেহালত প্রকাশ করে।

কার্টেসীঃ রবিউল ইসলাম
Top