প্রশ্নঃ আওলাদে রাসূল বা রাসূলুল্লাহ (ﷺ) এর বংশধর কি এখনো আছে?





عن النبي صلى الله عليه وسلم ( كُلُّ سَبَبٍ وَنَسَبٍ مُنْقَطِعٌ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ سَبَبِي وَنَسَبِي )

প্রিয় নবী (ﷺ) বলেছেন, "প্রত্যেক রক্তের সম্পর্ক ও আত্মীয়তার সম্পর্ক কেয়ামতের আগে কেটে যাবে একমাত্র আমার রক্তের সম্পর্ক ও আত্মীয়তার সম্পর্ক টিকে থাকবে (কেয়ামত পর্যন্ত)।"

*এই হাদিসটি  অসংখ্য সাহাবি বর্ননা করেছেনঃ

🌻মুসনাদ আহমদ ইবনে হাম্বলে হজরত আবু সায়ীদ খুদরী (রা:) থেকে ১৭/২২০, তাবরানী মুজামুল কাবিরে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) থেকে ৩/১২৯, মুস্তাদরাকুল হাকিমে ৩/১৪২, বায়হাকি তাঁর সুনানে ৭/১১৪ হজরত ওমর ইবনুল খাত্তাব রা: থেকে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে মিসওয়ার ইবনে মাখরামা (রা:) থেকে ৩১/২০৭।

💎এমনকি কট্টরপন্থী আহলে হাদিস বা সালাফি শায়খ আলবানী সিলসিলাতু আহাদিসে সাহিহা কিতাবে (হাদিস নং-২০৩৬) এই হাদিসখানাকে সহিহ বলেছেন।

★আজকে এ পর্যায়ে আওলাদে রাসুল হযরত সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) এর বংশগত শাজরা আপনাদের সামনে তুলে ধরবো।

১. মুহাম্মাদ মোস্তফা (ﷺ)
২. হযর‍ত ফাতেমাতুজ্জাহরা (রা.)
৩. হযরত ইমাম হোসাইন (রা.)
৪. হযরত ইমাম জয়নুল আবেদিন (রা.)
৫. হযরত ইমাম বাক্বের (রা.)
৬. মুহাম্মাদ জাফর সাদেক্ব (রা.)
৭. হযরত সৈয়দ ইসমাইল (রা.)
৮. হযরত সৈয়দ জালাল (রা.)
৯. হযরত সৈয়দ শাহ ক্বায়েম (কায়েন) (রা.)
১০. হযর‍ত সৈয়দ জাফর (ক্বাব) (রা.)
১১. হযরত সৈয়দ ওমর (রা.)
১২. হযরত সৈয়দ গফফার (রা.)
১৩. হযরত সৈয়দ মুহাম্মদ গীসুদারাজ (রা.)
১৪. হযরত সৈয়দ মাসুদ মাসওয়ানী (রা.)
১৫. হযরত সৈয়দ তাগামমুজ শাহ (রা.)
১৬. হযরত সৈয়দ ছুদুর (রা.)
১৭. হযরত সৈয়দ মুছা (রা.)
১৮. হযরত সৈয়দ মাহমুদ (রা.)
১৯. হযরত সৈয়দ আবদুর রহিম (রা.)
২০. হযরত সৈয়দ আবদুল গফুর (রা.)
২১. হযরত সৈয়দ আবদুল জালাল (রা.)
২২. হযরত সৈয়দ আবদুর রউফ (রা.)
২৩. হযরত সৈয়দ আবদুল করিম (রা.)
২৪. হযরত সৈয়দ আবদুল্লাহ (রা.)
২৫. হযরত সৈয়দ গফুর শাহ (রা.) [প্রকাশ কাপুর শাহ সিরিকোট]
২৬. হযরত সৈয়দ নফফাস শাহ বা তাফাহহুছ শাহ (রা.)
২৭. হযরত সৈয়দ আবী শাহ মুরাদ (রা.)
২৮. হযরত সৈয়দ ইউসুফ শাহ (রা.)
২৯. হযরত সৈয়দ হোসাইন শাহ (হোসাইন খিল) (রা.)
৩০. হযরত সৈয়দ হাজী কাসেম (রা.)
৩১. হযরত সৈয়দ আবদুল করিম (রা.)
৩২. হযরত সৈয়দ ঈসা (রা.)
৩৩. হযরত সৈয়দ ইলিয়াছ (রা.)
৩৪. হযরত সৈয়দ খোশহাল (রা.)
৩৫. হযরত সৈয়দ শাহ খান (রা.)
৩৬. হযরত সৈয়দ কাজেম (রা.)
৩৭. হযরত সৈয়দ খানী জামান শাহ (রা.)
৩৮. হযরত সৈয়দ ছদর শাহ (রা.)
৩৯. হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রা.)
৪০. হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.)
৪১. হযরত সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ)
Top