⛔ "দিরিলিজ আরতুগুল" দেখেন নি এখনও?
-----
ইসলামি ইতিহাসের, বেস্ট তার্কিশ সিরিয়াল।অমর গাথা এক তুর্কি বীরের সত্য ঘটনাবলির উপর নির্মিত, তুর্কি জাতীর যাযাবর গোত্র "কায়ী"দের জীবন বৈচিত্র্য, যুদ্ধ-সংগ্রামের বাস্তব চিত্র। যার প্রধান চরিত্র 'আরতুগুল'।
🔘🔘🔘
#সুলতান_মুহাম্মাদ_আল_ফাতিহ
#কনস্টেন্টিনোপল_বিজয়ী_সেনাপতি
#যার_সম্পর্কে_রাসুল_ভবিষ্যদ্বানী_করেছিলেন
⛔ সুলতান মুহাম্মাদ আল ফাতিহ বা Fatih Sultan Mehmet Han (২য় মুহাম্মাদ) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৭ম সুলতান। যিনি মাত্র ২১ বছর বয়সে ১৪৫৩ সালে কনস্টেন্টিনোপল ( ইস্তাম্বুল, তুরস্ক) বিজয় করেছিলেন আর ইসলামের পতাকা কনস্টেন্টিনোপল এর আকাশে উড়িয়েছিলেন!! তাই তাকে মুহাম্মাদ আল ফাতিহ বা বিজয়ী মুহাম্মাদ বলেও ডাকা হয়।
💞 যার সম্পর্কে প্রিয়নবী #হযরত_মুহাম্মাদ (সা:) ভবিষ্যদ্বানী করেছিলেন, " নিশ্চয়ই কনস্টান্টিনোপল (আধুনিক তুরস্ক) বিজিত হবে। সেই বাহিনীর আমীর ( সুলতান মুহাম্মাদ আল ফাতিহ) কতই না উত্তম এবং সেই বাহিনী কতই না উৎকৃষ্টতম বাহিনী। "
♦ মুসনাদে আহমাদ ৪/৩৩৫, হাদিস - ১৮৯৫৭; মুস্তাদারক হাকেম ৫/৬০৩, হাদিস ৮৩৪৯; মুজামে কাবীর; তাবরানী, হাদিস - ১২১৬।
পরিচালক মেহমেদ বোযদাক।
প্রতি ভলিউম ৭ লাখ ডলার খরচ পড়েছে,
মোট ১৫০ ভলিউম, ৩৮০ ঘন্টার সিরিজ।
যা ৫টি সিজনে প্রচার করা হয়েছে, হলিউডের সেরা সব করিওগ্রাফ কাজে লাগানো হয়েছে।
ইতিহাস, সেলজুকি,আইউবি,ওর্গুজ-তুর্কি
মংগল,খ্রিষ্টীয় বাইজেন্টাইন, নাইট;
প্রাচিন গোত্রীয় শাসন-ঐতিহ্য, যাযাবর জাতি,নেতা-নেতৃত্ব,দুর্গ,রাজপ্রাসাদ,
সুলতান, যুবরাজ,আমীর,যুদ্ধ,আগ্রাসন
রাজা-রাজত্ব-রাজনীতি, সাহসিকতা,বীরত্ব, শত্রুতা-বিশ্বাসঘাতকতা; আরো আছে
কুটনীতি,কুটচক্র,গুপ্তচর,ষড়যন্ত্র,পৈচাশিকতা, প্রাসাদ ষড়যন্ত্র,ফিতনা,গুজব,তাবু সংস্কৃতি, নেতৃত্ব, নেতা নির্বাচন, রাষ্ট্র বিন্যাস,
রাষ্ট্রের ভিত্তি প্রস্তর-সৃষ্টি-ধ্বংস;;
জ্ঞান-বিজ্ঞান, প্রেম-ভালোবাসা,আনুগত্য,
বিচার-আদালত, ধর্ম, আদর্শ, উপলব্ধির বিশাল সমুদ্র। আছে রহস্যময় সিন্দুক,জেরুজালেম।
ঐতিহাসিক বিখ্যাত বিভিন্ন চরিত্রের সাথে,
"শায়েখ মুহিউদ্দিন ইবনে আরাবী" (রঃ)
হাতেমী তায়ী (বংশ)" এর দেখা পাবেন।
বুঝতেই পারছেন তাসাউফ আর দর্শনের ঝর্না লুকিয়ে আছে, সিরিজটির পদে পদে।
দেখলে গড়ন হবে। মনন হবে। পুনর্গঠন হবে।
সিরিজটি মোট ৫ সিজন।
বাংলা ডাবিং মাছরাঙা টিভি; ১ম ২য় সিজন।
বাকি ৩ সিজন বাংলা সাব-টাইটেল।
ফেসবুকের কয়েকটি পেজে পাওয়া যায়।
যারা ইংরেজিতে স্বচ্ছন্দ্য বোধ করেন,
৫টি সিজন পাবেন নেটফ্লিক্সে।
আমি সাধারণত কোন কিছুই দেখি না।
এক ভাই দেখা শুরু করল। বলল, দেখো। দেখোই দেখো। ব্যাখ্যা করল, কেন দেখা উচিত। এরপর দেখি কাজিনরা দেখছে।
কথাবার্তা পরিবর্তন হয়ে গেল তাদের।
যে কথা বলে আসছি বহুদিন ধরে,
সে কথা আমাকে শোনানো শুরু করল।
একজন মানুষ চেষ্টা করলে হাজার বছরের জন্য পৃথিবীকে বদলে দিতে পারে। একজন মানুষ ভাল হয়েও, নীতির বাইরে না গিয়েও, মানবিক হয়েও অমানবিক এবং খারাপের সাথে ডিল করতে পারে। একজন মানুষ একটা কিছু তৈরি করে দিয়ে যেতে পারে, যেটার জন্য কোটি কোটি মানুষ উপকৃত হতে থাকবে।
এবং, সূফি চেতনার টিভি সিরিয়াল হতে পারে। প্রতি পলে সূফি চেতনা ঠিকরে বেরোয়,
ক্ষণে ক্ষণে উম্মাহ-সুন্নিয়তের মনোভাব প্রকাশ পায়। বারবার মনে হচ্ছিল দেখি, দেখি।
দেখা শুরু করলাম। অসাধারন।
জানি না, আরতুগুল সিরিজটি টিভিতে দেখানো বন্ধ হল কেনো।
কেউ বলে কট্টরবাদীরা বন্ধ করিয়েছে,
জামাতি-সালাফি পক্ষরা। আমার তা মনে হয় না, আমার মনে হয় ‘অসাম্প্রদায়িক-মুক্তমনা’ নামধারী ইসলাম বিদ্বেষী উইং কাজটা করেছে। যারাই করেছে, বড় সফল হয়েছে।
এখন তো আবার ইনজাংকশনও জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া কোন সিরিয়াল যেন দেখানো না হয়।
অর্থাৎ সামনেও এসব কন্সট্রাক্টিভ জিনিস
টিভিতে দেখা আর কপালে থাকলো না।
দেখুন, বদ্ধ ডোবায় দোলা লাগবে।
জমাট কূপ থেকে উথলে উঠবে পরিচ্ছন্ন পানি। চিন্তা বদলানো দরকার, চিন্তা বদলাবে।
অনুভুতি আনা দরকার, উপলব্ধি বাড়ানো দরকার, উপলব্ধি বাড়বে।
সিরিয়াল করে দেখবেন, উত্তেজনায় আগের পর্ব দেখতে যাবেন না।
আপনার ধন্যবাদ প্রত্যাশায় থাকলাম।
"দিরিলিস আরতুগ্রুল"
মূল তুর্কি সিরিজ…৷
ডাবিং & বাংলা সাবটাইটেলের লিংক ঃ
মোটঃসিজনঃ৫
মোটঃ ভলিউমঃ ১৫০
প্রথম সিজন থেকে পঞ্চম সিজন পর্যন্ত এ টু জেড পর্ব বাই পর্বের লিংক দিলামঃ
ভিডিও কোয়ালিটিঃ
এইচডি/ 720/480/360
সিজনঃ ১ (বাংলা ডাবিং)
মোট ভলিউমঃ ২৬
লিংকঃ
সিজনঃ ২ (বাংলা ডাবিং)
মোটঃ ৩৫ ভলিউম
লিংকঃ… https://m.facebook.com/story.php?story_fbid=177918783319095&id=100033029225248
সিজনঃ৩ (বাংলা সাবটাইটেল)
মোটঃ ৩০ ভলিউম
লিংকঃ https://m.facebook.com/story.php?story_fbid=177921593318814&id=100033029225248
সিজনঃ ৪ (বাংলা সাবটাইটেল)
মোটঃ ৩০ ভলিউম
লিংকঃ… https://m.facebook.com/story.php?story_fbid=177922799985360&id=100033029225248
সিজনঃ ৫ শেষ সিজন (বাংলা সাবটাইটেল)
মোটঃ২৯ ভলিউম
লিংকঃ… https://m.facebook.com/story.php?story_fbid=168369857607321&id=100033029225248
পরবর্তী সিরিজঃ কুরুলুস উসমানের লিংক ইনশাআল্লাহ্ পাবেন! বর্তমানে কুরুলুস উসমান টিভিতে চলিতেছে… ৷
কৃতজ্ঞতায়ঃ
@আযমি পথিক ♥(মাহদী হাসান রাফি)
@W're muslim♥(রতন ভাই)
@ অনুবাদ আয়োজন(জালাল ভাই)
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছেযাক সুস্থসংস্কৃতির অনন্যা নজির "দিরিলিস আরতুগ্রুল"♥
♦ যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। ❤❤
🔴 কিছুটা নিজে সংযোজিত করলাম। বাকিটা অনেকেটা কপি পেস্ট।