"এবার তবে ঘরে যাও"
[ লেখক :: আরিফ ওয়াকিজ ]
করোনা আতংক নয়, চায় সচেতনতা
দেশ দায়িত্ব দিলো তোমায়
এবার তবে ঘরে যাও,
কত মেহনত করবে তুমি
এবার তবে ঘরে যাও।
রাজনীতি আর সমাজ নীতি
সব কিছুর আজ টানো ইতি,
ভাবো এখন আপন প্রীতি
বিশ্বের দেখো কি পরিনতি!
আধার রাতে ভূতের ভয়ে
থাকতে যেমন নুয়ে কুয়ে,
সকাল সন্ধ্যা থাকো শুয়ে
বেশ চলিবে জীবন বয়ে।
দেশের প্রেমের কথা কত
বলেছিলে হাজার শত শত,
থাকো ঘরে আরাম রত
বাঁচাও দেশের মানুষ যত।
খুব হয়েছে ষোল'আনা
করোনার না জানা শোনা,
মারবে থাবা নাহি ঘোনা
ঘরের বাহির হওয়া মানা।
ধর্ম কর্ম কদিন ঘরে
আপন জীবন বাঁচার তরে,
হেলায় পাখি গেলে উড়ে
কে নিবে তোর খবর পরে?
সুযোগ হলো দুঃখি পাতে
দুমুঠো দাও আহার তাতে,
তাদেরও হয় আরাম যাতে
সুখের নিদ্রা হবেও রাতে।
ওয়াকিজ বাচাল কহিলো ভাই
কথাটি তবে শুনিয়া যাও,
দেশ দায়িত্ব দিলো তোমায়
এবার তবে ঘরে যাও।