রাসূলুল্লাহ (ﷺ) কি মিরাজের রাত্রিতে আরশের উপর জুতা মুবারক নিয়ে গিয়েছিলেন? প্রশ্নঃ- হুজুর আকদাস (ﷺ) মিরাজ এর রাত্রিতে আল্লাহর আরশের উপর জুতা মুবারকসহ নিয়ে যাওয়ার কথাটা সহিহ কিনা? উত্তরঃ- ইহা মিথ্যা এবং জাল কথা। সূত্রঃ- আহকাম-ই শরিয়াত, পৃষ্ঠা নংঃ- ১৩৭, প্রশ্নঃ- ز. মূলঃ- ইমাম আ'লা হযরত আহমদ রেযা খান (রাঃ)। অনুবাদঃ- মাওলানা মুহাম্মদ ইসমাইল নোমানী।