হারিয়েছি তাল হলাম মাতাল,
হাল ধরতে হয়েছি বেহাল,
যদি করুণা নির্লিপ্ত হয়,
ভয়াল দশায় হবে পরাজয়।
ভুবনে তুমি আছ জগৎময়,
সবাই বাঁচে খুঁজে আশ্রয়,
তুমি আছ এ জগৎময়!
আলবাৎ এ জীবনভর!
✍ মাসুম বিল্লাহ সানি
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।