"আরশের দুলহা করে"
[লেখক :: আরিফ ওয়াকিজ ]
২৬ শে রজব পবিত্র মেহেরাজুন্নবী দঃ
হুর মালায়েক সাজায়ে বেহেস্ত
আগুন শিতল নরকের,
রুহুল বহর লয়ে নামিলো
লাগাম ধরিয়া বোরাকের।
আরশে আসিবেন আরবী মুনিব
আজি খোদার আমন্ত্রণে,
আসমানি দুওয়ার খুলিলো সব
আহমদ পিয়ার আগমনে।
জিব্রাইল হাজির লয়ে নিমন্ত্রণ
আছে নিদ্রায় শাহে উমাম,
বা'আদব কদমে চুমিলো তাহার
জানালো আপন সালাম।
লা'মাকান হতে তলব হইলো
রহমতের নবীর তরে,
খোদার হুকুম আপনাকে নিবো
আরশের দুলহা করে।
চন্দ্র তারা দ্বিগুণ আলোয়
চমকাঁলো গোটা বিশ্বময়,
আসমানী জগৎ প্রহর গুনে
কখন চরণ ধুলি হয়।
সকল রসুল পয়গম্বর আজ
আক্বসায় কাতার হলো,
ইমামত তাহার সাক্ষ্য দিবার
সেই মহাক্ষন আজি এলো।
সিদরায় রুহুল মাথা নুয়ে দেয়
সামনে যাওয়ার হুকুম নায়,
আপনার জানা নক্বশা পথের
আপনার রবের ইচ্ছা তাই।
ইসরার যাত্রায় করিলো গমন
চাহিয়া রহে সৃষ্টিকুল,
আও আদনায় আসিন যিনি
কে আছে তার সমতুল?
হিজাব উঠিলো গোপন প্রকাশ
জালালে মিলেছে জামাল,
আউওয়ালে পৌছায় আখেরী নবী
কুদরতে মিশেছে কামাল।
মেরাজের দুলহা খোদার তরে
ওম্মতের দুঃখ্য কহেন,
এ কেমন নবী এমন সুখেও
মোদের নাহি ভুলেন।
ইয়া ইলাহী কবুল করো আজ
এই দোয়া ওয়াকিজের,
মদিনার গলিতে গেলেই তবে
স্বাধ পাবো মোরা মেরাজের।