যারা শুধু মাত্র করোনায় ডুবে আছেন তাদের জন্য নতুন এবং খুবই ভয়ানক তথ্য;


নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এবছর ২৯শে এপ্রিল (৬ই রমজান) পৃথিবীর পাশ দিয়ে একটি এস্টেরয়েড যাবে। এস্টেরয়েডটির নাম "1998 OR2"। এর ব্যাস ১৩,৫০০ ফুট। ঐ দিন বিকাল ৩:২৬(বাংলাদেশ সময়) এটি দেখা যাবে।

বিজ্ঞানীরা আশংকা করেছেন, পৃথিবীতে আঘাত আনতে পারে এই এস্টেরয়েড। অথবা এটি আকাশে বিস্ফোরিত হলে বিকট শব্দ হবে।

হাদীসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ্ (স.) কেয়মতের আলামতের বর্ণনা করতে গিয়ে বলেন,
"কিয়ামতের আগে কোনো এক রমজান মাসে আকাশে বিকট একটি শব্দ হবে। এতে অনেক মানুষ বোবা, বধির, অজ্ঞান হয়ে যাবে।"

আবার আল-কুরআনে আল্লাহ্ তায়ালা বলেন,
"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপ করবেন না? তখন তোমারা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী।"  
                          (সূরা মূল্ক, আয়াত-১৭)
Top