⚛ আনাস (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আমি দেখেছি নাপিত রাসূলুল্লাহ ﷺ এঁর চুল ছাটছে আর সাহাবীরা তাঁর চতুর্পাশ ঘিরে রেখেছেন। তাঁরা চাইতেন যে, কোন চুল যেন মাটিতে না পড়ে তা যেন কারো না কারো হাতে পড়ে। (ই.ফা. ৫৮৩৬, ই.সে.৫৮৭১)
[সহিহ মুসলিম, হাদিস নং ৫৯৩৭]
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।