⚛ আনাস (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, আমি দেখেছি নাপিত রাসূলুল্লাহ ﷺ এঁর চুল ছাটছে আর সাহাবীরা তাঁর চতুর্পাশ ঘিরে রেখেছেন। তাঁরা চাইতেন যে, কোন চুল যেন মাটিতে না পড়ে তা যেন কারো না কারো হাতে পড়ে। (ই.ফা. ৫৮৩৬, ই.সে.৫৮৭১)
[সহিহ মুসলিম, হাদিস নং ৫৯৩৭]
ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)