দশের সমাহার পর্ব-০৩ : ইলমের ফজিলত
(ক) পবিত্র কুরআনের বাণী
১.সাধারণ মুমিনের চেয়ে ইলমের অধিকারীদেরমর্যাদা বহু গুণ বেশি
আল্লাহ তাআলা বলেন–
يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। আর তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।’ (সূরা আল-মুজাদালা, আয়াত: ১১)
২. ইলম মানুষের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاء إِنَّ اللَّهَ عَزِيزٌ
‘বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।’ (সূরা ফাতির, আয়াত : ২৮)
(খ) পবিত্র হাদীসের বাণী
৩. আলিমগণ নবীদের উত্তরাধিকারী
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন–
إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ ‘আলিমগণ নবীদের উত্তরাধিকারী।’ (সুনান আবু দাউদ: ৩৬৪৩)
৪. আলেমের জন্য সকল সৃষ্টি ক্ষমাপ্রার্থনা করে
إِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ
‘ইলমের অধিকারী ব্যক্তির জন্য সব কিছুই মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত।’ (সহীহ জামে‘ সগীর : ৩৭৫৩ কানযুল উম্মাল : ২৮৭৩৭)
৫. ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা বেশি
إنّ فضل العلم خير من فضل العبادة، وخير دينكم الورع
ইলমের ফজিলত ইবাদতের ফজিলতের চেয়ে উত্তম। দীনের সেরা বিষয় হলো আল্লাহর ভয়।’ (মুসনাদে হাকিম ১/৯৩)
৬. ইলম উত্তম জিহাদ
مَنْ دَخَلَ مَسْجِدَنَا هَذَا لِيَتَعَلَّمَ خَيْرًا، أَوْ لِيُعَلِّمَهُ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ
‘যে ব্যক্তি আমার এই মসজিদে কেবল কোনো কল্যাণ (ইলম) শেখার বা শেখাবার অভিপ্রায়ে আসবে, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মর্যাদার অধিকারী।’ (মুসনাদে আহমাদ ২/৩৫০)
৭. ইলম অর্জন করা ফরজ
طَلَبُ العِلْمِ فَرِيْضَةٌ عَلَىْ كُلِّ مُسْلِمٍ
‘ইলম অণে¦ষণ করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ।’ (সুনান ইবন মাজাহ ২২৪)
৮. ইলম অর্জন জান্নাতে যাওয়ার পথে সহায়ক
مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ
‘যে ব্যক্তি ইলম অর্জনে কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন।’ (তিরমিযী ২৬৮২)
৯. মৃত্যুর পরও আলেমের আমল জারি থাকে
إذا مات الإنسان انقطع عنه عمله إلّا من ثلاثة: إلّا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له
‘মানুষ যখন মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি উৎস থেকে তা অব্যাহত থাকে : সাদাকায়ে জারিয়া, উপকারী ইলম ও নেক সন্তান যে তার জন্য দু‘আ করে।’ (সহীহ মুসলিম ৪৩১০)
১০. ইলম আলেমের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ
مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
‘আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দ্বীনের বিষয়ে গভীর ইলম দান করেন।’ (সহীহ বুখারি ৭৩১২)