শব্দজাদুর সুঁইও কাফের

-----


আমিও ‘কাফের’ তুইও ‘কাফের’‍

ফুলের ওই সুঘ্রানটা কাফের

শব্দজাদুর সুঁইও কাফের


এ-ও কাফের, ও-ও কাফের

ফ্যায়জ আর মন্টুও কাফের

নূরজাহানের গান কাফের

ম্যাকডোনাল্ডসে খান? কাফের

বার্গার কাফের, কোকও কাফের

হাসি তামাশা? জোকও কাফের


তবলা কাফের, ঢোলও কাফের

প্রেমভরা দুই বোলও কাফের

ওয়ায়েস শাহের ‘হীর’ ও কাফের

‘চাহাত কি জাঞ্জির’ ও কাফের


জিন্দা মুর্দা পীরও কাফের

নজর নেয়াজের ক্ষীরও কাফের

বাচ্চার গলার টাইটা কাফের

পুতুল কেনার ‘পাই’ টা কাফের


হাসি কান্না কুফরের রকমফের

দু:খ কাফের সুখও কাফের

জিন্স কাফের, গিটারও কাফের

টাকনুর নিচে সালওয়ারও কাফের


ফান কাফের,  জোকারও কাফের

যে আমার ধমকি না ছাপে

 সেই পত্রিকার আ-কারও কাফের


ইউনিভার্সিটির ‘আন্দার’ কাফের

ডারউন ভাইয়ের ‘বান্দার’ কাফের

ফ্রয়েড পড়ানেওয়ালা কাফের

মার্কসের ‘সোহবতওয়ালা’ কাফের


মেলা টেলা? কুফরের ধান্ধা

গান-বাজনা? সবই ঠান্ডা

মন্দিরে তো মূর্তিই আছে

মসজিদেরও অবস্থা বাজে


কিছু মসজিদের বাইরে কাফের

আর কোনটার ভেতর কাফের

মুসলিম দেশে? প্রায় সবই কাফের


কাফের, কাফের, আমিও ‘কাফের’

কাফের, কাফের, তুইও ‘কাফের’

যে মেনেছে সে-ও কাফের

যে না মানে সে-ও কাফের


আমিও ‘কাফের’, তুইও ‘কাফের’

শব্দজাদুর সুঁইও কাফের


টীকা:

১. মুসলিম উম্মাহ্’র প্রত্যেক খলিফায়ে রাশিদুন থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে প্রত্যেক ইমাম, প্রত্যেক সূফি, প্রত্যেক মুজতাহিদ, ফকিহ, মুহাদ্দিস- তাদের সবাইকে কালিমা পড়াদের বিশাল সংখ্যক উলামা সব যুগে কাফের বলে এসেছে। এই লিস্টের বাইরে কেউ নেই। জঙ্গলে লুকিয়ে গিয়েও কেউ কখনো কাফের ফতোয়া থেকে বাঁচতে পারেনি।


২. এটা কাদিয়ানি বিষয়ক নয়। তিহাত্তর ফিরকার পরস্পরের কাফের কাফের খেলা বিষয়ক, যে খেলায় মূল আলোকপাত করেছে নজদ।


৩. কবিতা রূপক এবং ক্ষেত্রবিশেষে সারকাজম হইয়া থাকে, তবু ইহার মধ্যে ব্যাপক বিনোদনের সাথে সামান্য একটু চিন্তার বিষয়ও জড়িত থাকে।


সব দোষ: কবি সালমান হায়দারের, আমি অনুবাদকমাত্র।

Top