❝ সায়্যিদুল ইস্তিগফার ❞ এর ফযীলতঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
❐ হযরত সায়্যিদুনা শাদ্দাদ বিন আউস رَضِىَ اللٰهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্ণিত; প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর পূরনূর ﷺ ইরশাদ করেছেনঃ " এটি সায়্যিদুল ইস্তিগফারঃ
اَللٰهُمَّ اَنْتَ رَبِّىْ لاَ اِلٰهَ اِلاَّ اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَااسْتَطَعْتُ اَعُوْذُبِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَاَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ فَاِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ اِلاَّ اَنْتَ-
🌷"যে ব্যক্তি এটাকে ঈমান ও বিশ্বাস সহকারে দিনের বেলা পাঠ করলো, অতঃপর সেই দিনের সন্ধ্যার পূর্বে তার যদি ইন্তেকাল হয়ে যায়, তবে সে জান্নাতি। আর যে ব্যক্তি এটাকে রাতের বেলা ঈমান ও বিশ্বাস সহকারে পাঠ করলো, অতঃপর সকাল হওয়ার পূর্বে তার যদি ইন্তেকাল হয়ে যায়, তবে সে জান্নাতি।"🌷
📚 (তথ্যসূত্রঃ সহীহ বুখারী,চতুর্থ খন্ড,পৃষ্ঠা নং-১৯০,হাদিস নং-৬৩০৬)