নরপিশাচ
========
✍জাহাঙ্গীর গাজী
ওরে ও নরপিশাচ !
বল আর কত রক্ত চাস ?
মায়ের কোল খালি করে,
বলতো কী লাভ পাস ?
কচি শিশুর বাপকে মেরে
তোরা নাকি বীরত্ব দেখাস ?
স্ত্রীর থেকে স্বামীকে কেড়ে,
গুনতে চাস আর কত লাশ ?
ওরে ও নরপিশাচ !
কেন তোরা দাঙ্গা লাগাস ?
মানুষে মানুষে বিভেদ করাতে,
ধর্ম তোদের তুরুপের তাস।
ওরে ও নরপিশাচ !
জানি তোদের বলা পরিহাস।
শান্তির পৃথিবী চাস না তোরা,
ক্ষমতা তোদের বড় অভিলাষ।