জিজ্ঞাসা:- আমার জন্য আমার মায়ের চাচাতো বোনকে বিবাহ করা জায়েয হবে কিনা?
জবাব: হ্যাঁ, মায়ের চাচাতো বোনের সাথে বিয়ে জায়েয। কেননা মায়ের চাচাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়।
(সূরা নিসা ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫)
والله اعلم بالصواب
জিজ্ঞাসা:- আমার জন্য আমার মায়ের খালাতো বোনকে বিবাহ করা জায়েয হবে কিনা?
জবাব:হাঁ, মায়ের খালাতো বোনকে বিবাহ করা জায়েয। কেননা মায়ের খালাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়।
(সূরা নিসা (৪) : ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫)
জিজ্ঞাসা:-আসসালামুআলাইকুম । হুজুর, কোন ব্যাক্তি কী তার বাবার চাচাতো বোনের সাথে বিয়ে করতে পারবে?
জবাব: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ।
হাঁ, বাবার চাচাতো বোনের সাথে বিয়ে জায়েয। কেননা বাবার চাচাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। (
সূরা নিসা ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫)