পর্ব-২: ইরাক ও সিরিয়া
-----
মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল?
-----
১. ইরাক:
পুরোপুরি ধ্বংস হয়েছে। অসংখ্য নারীকে রেইপ করা হয়েছে। অসংখ্য শিশু মারা গেছে। অসংখ্য সাধারণ ভালমানুষ জঙ্গী হয়ে গেছে। অসংখ্য মানুষ আমেরিকানদের বোমায়, আমেরিকানদের গুলিতে, আমেরিকানদের তেজষ্ক্রিয় পদার্থে (ইয়েস, তারা পারমাণবিক বোমার এলিমেন্ট ব্যবহার করেছে ইরাকে, তারাই তা স্বীকার করেছে এবং ডকুমেন্টেশন আছে) হত্যা ধ্বংস পঙ্গু করেছে।
ইজরায়েলের গুপ্তহত্যা বাহিনী ৫ হাজার বিজ্ঞানীকে এক ধাক্কায় খুন করেছে ইরাকে।
তাদের হাতে তৈরি বিভিন্ন ফ্যাকশন এবং জঙ্গী সংগঠন অসংখ্য বোমা হামলায় অসংখ্য সাধারণ ও অসাধারণ মানুষকে হত্যা করেছে।
জায়নো-আমেরিকার সৌজন্যে শুরু সংঘাতের পর থেকে ইরাকে মৃতের সংখ্যা কত?
কেউ জানে না। কেউ জানে না। কেউ জানে না।
২০০৭ সালে ওআরবি সার্ভে বলেছিল, ১০ লাখের বেশি। ২০০৭ সালের পর ১৩ বছরে ইরাকে সবার হাতে সবার মৃত্যুর টোটাল সংখ্যা কত?
২. সিরিয়া:
আসাদের সরকার পতন হয়নাই তাই বলে কি সিরিয়া ধ্বংস হয়নাই?
অবশ্যই হয়েছে। ভালভাবে হয়েছে। মারহাবা।
‘টেক ডাউন’ বা ধ্বংস করা বলতে যা বোঝায় সিরিয়াকে তার শ্রেষ্ঠ উদাহরণ বানানো হয়েছে। মানুষকে পশুরও নিচে নামানো হয়েছে, ছোট্ট জনসংখ্যার একটা দেশে চার লাখের বেশি মানুষ মারা গেছে এটা কি কম কথা? মাত্র ২ কোটি ১০ লাখ মানুষের দেশে চার লাখ নিহত, ৫০ লাখ দেশছাড়া, ৬০ লাখ ঘরহারা। খারাপ কী। অনেক ভাল।