পর্ব-৩: লেবানন ও সুদানে কেন তারা আক্রমণ করেনি?
-----
মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল?
-----

ছোট্ট দেশ লুবনান বা লেবাননের ৪০% খ্রিস্টান এবং ৫-৬% দ্রুজ যারা ঐতিহ্যগতভাবে জায়নবাদিদের পা চাটা।

সুদানের রাষ্ট্রীয় মটোতে লেখা আছে:
নাহনু যুনদ্ আল্লাহ্, যুনদ্ আল ওয়াতান। আমরা আল্লাহ্’র সৈনিক, দেশের সৈনিক।

দক্ষিণ সুদানের ১ কোটি ১০ লাখ মানুষের মধ্যে মাত্র ৬ লাখ মুসলিম। উত্তর সুদানের ৪ কোটি মানুষের মধ্যে ৯৭% মুসলিম।

সম্মিলিত সুদান তখন ছিল, যখন সুদান আক্রমণ হবে ঠিক হয়েছিল আমেরিকার হাতে। ৫ কোটি মানুষের ২০% মুসলিম।

আমেরিকা সুদান আক্রমণ করার বদলে সুদানকে ভাগ করে দিল। দক্ষিণ সুদানকে খ্রিস্টানদের জন্য আলাদা করে দিল এবং উত্তর সুদানকে ক্যাওসের জন্য আলাদা করে রাখল।

তো, সুদান ও লেবানন আক্রমণ না করার একমাত্র কারণ সেখানকার খ্রিষ্টান পপুলেশন।

এবং লেবানন ছোট্ট দেশ হওয়ায় ভাগ থেকে বেঁচে গেলেও সুদান আক্রান্ত না হলেও ঠিকই আসল জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেল। তাদের তেলসম্পদের একটা বিশাল অংশ দক্ষিণ সুদানের সাথে আলাদা হয়ে গেল।

অর্থাৎ সাত দেশ প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত আমরা ধ্বংস হওয়া তিন দেশের দেখা পেলাম।

সেইসাথে এটাও দেখতে পেলাম, যদিও কালো, যদিও আফ্রিকান, যদিও লেভান্টাইন- শেষ পর্যন্ত মার্কিন যন্ত্রের কাছে ক্রিশ্চান ম্যাটার্স। মুসলিম শুধু হলে কবেই কাৎ হয়ে যেতো।
এটাও দেখতে পেলাম, পুরো ব্যাপারটাই মুসলিম নিধনের।
Top