মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল?
-----
প্রথম পর্ব: মূল ঘটনা
-----
৯/১১ এর ১০ দিন পর।
জেনারেল ওয়েসলি ক্লার্ক।
অবসর নেয়ার পর জয়েন্ট চিফ কমিটির সাথে শুভেচ্ছা দেখা করতে গেলেন পেন্টাগনে। সেখানে মার্কিন সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ড ছিল, ডেপুটি সেক্রেটারি উলফউইৎজ ছিল।
জেনারেল ক্লার্ককে একজন জেনারেল বলল, স্যার, আমরা ডিসিশান নিয়ে ফেলেছি, আমরা ইরাক আক্রমণ করতে যাচ্ছি।
ক্লার্ক আকাশ থেকে পড়লেন, আমরা ইরাক আক্রমণ করতে যাচ্ছি! কেন?
সেই জেনারেল বলল, আমি জানি না...
... ওয়েসলি বললেন, ওরা কি আল কায়েদার সাথে ইরাকের কোন কানেকশন খুঁজে পেয়েছে?
না-না। এমন কিছুই নাই। বিষয়টা হল, আমরা টেরোরিস্টদের কিছু করতে পারি না পারি, আমাদের ভাল সেনাবাহিনী আছে, এবং আমরা একের পর এক সরকার পতন করাতে পারি।
এর কয়েক সপ্তাহ পর জেনারেল ক্লার্ক আবার পেন্টাগনে গিয়েছিলেন। ততদিনে আফগানিস্তানে বোম্বিং শুরু হয়ে গেছে। বললেন, এখনো কি আমাদের ইরাক যুদ্ধ ফাইনাল আছে?
সেই জেনারেল তখন একটা কাগজ তুলে দেখিয়ে বলল, এই ডকুমেন্টটা উপরতলা (সেক্রেটারির অফিস) থেকে এসেছে। এখানে লেখা আছে আমরা আগামী ৫ বছরের মধ্যে কীভাবে ৭ টা দেশ নামাবো (টেক ডাউন)।
শুরু করব ইরাক দিয়ে, তারপর সিরিয়া, লেবানন, লিবিয়া, সোমালিয়া এবং সুদান।
শেষ করব ইরান দিয়ে।
https://m.youtube.com/watch?v=gTbg11pCwOc