অযুর ফরয ৪টি

=========

❁ মুখমন্ডল ধৌত করা। 

❁ কনুই সহ দু’হাত ধৌত করা। 

❁ মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা। 

❁ টাখ্নু সহ দুই পা ধৌত করা। (ফতোওয়ায়ে আলমগিরী, ১ম খন্ড, ৩, ৪, ৫ পৃষ্ঠা। বাহারে শরীয়াত, ১ম খন্ড, ২৮৮ পৃষ্ঠা) 


ধৌত করার সংজ্ঞা


কোন অঙ্গকে ধৌত করার অর্থ হচ্ছে, ঐ অঙ্গের প্রতিটি অংশে কমপক্ষে দু ফোঁটা পানি প্রবাহিত করা। শুধুমাত্র ভিজে যাওয়া, পানিকে তেলের মত মালিশ করা অথবা এক ফোঁটা পানি প্রবাহিত করাকে “ধৌত করা” বলা যাবে না, আর না এইভাবে অযু গোসল আদায় হবে। (ফতোওয়ায়ে রযবীয়া (সংকলিত) , ১ম খন্ড, ২১৮ পৃষ্ঠা। বাহারে শরীয়াত, ১ম খন্ড, ২৮৮ পৃষ্ঠা) 

Top