প্রশ্ন: প্রতি নামাজের সময় কি পরনের কাপড় পালটিয়ে নামাজ পড়তে হয় নাকি কাপড় না পালটিয়েও নামাজ হবে?
-----------------------
উত্তর:
শরীর, পোশাক এবং সালাতের স্থান পবিত্র হওয়া সালাতের অন্যতম পূর্ব শর্ত (অপরিহার্য বিষয়)।
সুতরাং যদি আপনার পোশাক পবিত্র থাকে তাহলে নামাজের জন্য তা পরিবর্তন করা আবশ্যক নয়। কিন্তু যদি তাতে কোন নাপাক বস্তু (পেশাবের ছিটা, পায়খানা ইত্যাদি) লেগে যায় তাহলে যে স্থানে নাপাকি লেগেছে সে স্থানটুকু ধৌত করাই যথেষ্ট। আর যদি তা ধৌত করা সম্ভব না হয় অথবা নাপাকি লাগার নির্দিষ্ট স্থানটা জানা না যায় তাহলে অবশ্যই কাপড় পরিবর্তন করতে হবে এবং পবিত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে হবে। অন্যথায় সালাত শুদ্ধ হবে না। কেননা হাদিসে বর্ণিত হয়েছে::

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ
আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, "আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না।” (সহিহ ইবনে মাজাহ হা/২২৩)
আল্লাহু আলাম।
Top