রাসূলে করীম (ﷺ) এর চাচাদের সংখ্যাঃ


রাসূলে করীম (ﷺ) এর চাচার সংখ্যা বার জন। এঁদের মধ্যে দুই জন মুসলমান- হযরত হামজা (رضي الله عنه) ও আব্বাস (رضي الله عنه)।


নবী করীম (ﷺ) এর ফুফুদের সংখ্যাঃ


নবী করীম (ﷺ) এর ফুফুর সংখ্যা ছয় জন। এঁদের মধ্যে তিনজন ঈমান এনেছেন। হযরত ছফিয়া, আতিকা ও আরওয়া (رضي الله عنه)।


  كَمْ اَزْوَاجُـهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

اَزْوَاجُ النَّبِىُّ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ اِحْدٰى  عَشَرَةَ وَهُنَّ خَدِيْجَةُ وَعَائِشَةُ وَحَفْصَةُ وَزَيْنَبُ وَهِنْدٌ وَجُوَيْرِيَةُ وَرَمْلَةُ وَسَوْدَةُ وَمَيْمُوْنَةُ وَصَفِيَّةُ وَزَيْنَبُ اَمُّ الْمَسَاكِيْنِ .



بَيِّنْ لَـنَا اَعْمَامَهُ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ ؟

اَعْمَامَهُ صَلَّى اللهُ تَعَالٰى عَلَيْهِ وَسَلَّمَ اِثْنَا عَشَرَ مُسْلِمُهُمْ اِثْنَانِ وَهُمَا حَمْزَةُ وَالْعَبَّاسُ.


بَيِّنُ لَـنَا عَمَّاتِه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟

عَمَّاتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مُؤْمِنُهُنَّ ثَـلَاثَةُ وَهُنَّ صَفِيَّةُ وَعَاتِكَةُ وَاَرْوٰى.


❏ প্রিয় নবী (ﷺ) এর খাদিমের সংখ্যা কত❓

প্রিয় নবী (ﷺ) এর খাদিমের সংখ্যা একশসত্তর জন। তন্মধ্যে প্রসিদ্ধ ছিলেন হযরত আনাস, হযরত মারিয়া ও হযরত উম্মে আয়মন (رضي الله عنه)।


❏ নবী করীম (ﷺ) এর মামার সংখ্যা কত ❓

নবী করীম (ﷺ) এর মামার সংখ্যা তিন জন। তাঁরা হলেন- আসওয়াদ, উমাইর ও আবদু ইয়াগুস। এঁরা সবাই ফতরতের (নবুয়ত প্রাপ্তির পূর্বে) সময় ইন্তিকাল করেন।


❏ রাসূলে করীম (ﷺ) এর খালার সংখ্যা কত ❓

রাসূলে করীম (ﷺ) এর খালার সংখ্যা দুই জন- ফরিছা ও ফাখেতা। দুজনই নবী করীম (ﷺ) এর নবুয়ত প্রাপ্তির পূর্বে মারা যান।

Top