রোজি গ্যাব্রিয়েল। একজন ট্রাভেল ভ্লগার, ইউটিউবার। ইসলামি দেশে ঘুরতে ঘুরতে (বিশেষত পাকিস্তানে) মুসলিমদের বদান্যতায় এবং ইসলামের আদর্শে (শান্তি, ভালবাসা) তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। যা তার লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝবেন। মুসলিমদের সাথে যেন এক ভালবাসার বন্ধনে জড়িয়ে পড়ছিলেন তিনি। প্রেমময় ইসলাম। যাকে ভালবাসায় টানে, মমতায় জড়িয়ে ফেলে তার ফিরে আসা দায়। 

অবশেষে, গত পরশু তিনি তার ইন্সটাগ্রামে এবং গতকাল ইউটিউবে ইসলামে কনভার্ট হওয়ার কথা ঘোষনা দেন।

তার এ লেখাটুকু পড়তে পারেন। 
"Through kindness,& humbled grace of the people I met along my pilgrimage, inspired my heart to seek further. Living in a Muslim country for 10 + years and traveling extensively through these regions, I observed one thing; Peace. A kind of peace that one can only dream of having in their hearts. .

Unfortunately Islam is one of the most misinterpreted and criticized religions world wide. And like all religions, there are many interpretations. But, the core of it, the true meaning of Islam, is PEACE, LOVE & ONENESS. It’s not a religion, but a way of life. The life of humanity, humility and Love. ."

তাদের জন্য রয়েছে নিদর্শন যারা ইসলামের মিস-ইন্টারপ্রিট করে উগ্রতা, হিংসার ভিতরে ধর্ম খুজেন।।



Top