উত্তর:হারাম।একমাত্র মাছ ব্যতীত সমুদ্রের অন্যসব প্রাণী খাওয়া হারাম।মলিকুল ওলামা ইমাম আলাউদ্দীন আবু বকর বিন মাসউদ কাসানী(রহ.) এ ব্যাপারে বলেন:মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ

কানযুল ঈমান থেকে অনুবাদ:"আর অপবিত্র বস্তু সমূহ তাদের উপর হারাম করবেন।"(পারা:৯,সূরা-আরাফ,১৫৭)
আর ব্যাঙ,কাকড়া ও সাপ ইত্যাদি অপবিত্র বস্তুর মধ্যেই শামিল।(বদায়িয়ুস সানায়ি,৪র্থ খন্ড,১৪৪পৃষ্ঠা )

আমার আক্বা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেযা খান (রহ.) বলেন: সুরতান (অর্থাৎ কঁকড়া)খাওয়া হারাম।(ফতােওয়ায়ে রেজভীয়া,২৪তম খন্ড,২০৮ পৃষ্ঠা)


-Swadhin Ahmed Qadri
Blogger,Sunni Encyclopedia.
Top