অযু সম্পর্কিত ৭টি মাসয়ালা


(১) পুরুষ বা নারীর প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব, পায়খানা, বীর্য, কৃমি, পাথরি ইত্যাদি বের হলে অযু ভঙ্গ হয়ে যাবে। (আলমগিরী, ১ম খন্ড, ৯ পৃষ্ঠা) 

(২) পুরুষ বা মহিলার পিছনের রাস্তা দিয়ে সামান্যতম বায়ূ বের হলেও অযু ভঙ্গ হয়ে যাবে। তবে পুরুষ বা মহিলার মূত্রদ্বার দিয়ে বায়ু নির্গত হলে অযু ভঙ্গ হবে না। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩০৪ পৃষ্ঠা) 

(৩) বেঁহুশ হয়ে পড়লে অযু ভঙ্গ হয়ে যাবে। (ফতোওয়ায়ে আলমগিরী, ১ম খন্ড, ১২ পৃষ্ঠা) 

(৪) কেউ কেউ বলে থাকে শুয়োরের নাম নিলে অযু ভঙ্গ হয়ে যায়। এটা একটি ভুল কথা। 

(৫) অযু করার সময়ে যদি বায়ু নির্গত হয় বা অন্য কোন কারণে অযু ভঙ্গ হয়ে যায়, তাহলে পুনরায় নতুনভাবে অযু করতে হবে। পূর্বে ধৌত করা অঙ্গ সমূহও পুনরায় ধৌত করতে হবে। (ফতোওয়ায়ে রযবীয়া (সংকলিত) , ১ম খন্ড, ২৫৫ পৃষ্ঠা) 

(৬) অযু ব্যতীত কুরআন শরীফ বা এর কোন আয়াত বা যে কোন ভাষায় অনুদিত কুরআন শরীফের অনুবাদ স্পর্শ করা সম্পূর্ণরূপে হারাম। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩২৬-৩২৭ পৃষ্ঠা) 

(৭) কুরআন শরীফ স্পর্শ না করে দেখে দেখে বা মুখস্থ কুরআন শরীফের কোন আয়াত অযুবিহীন পাঠ করা যাবে।

Top