অগ্রাধিকার!
-স্বাধীন আহমেদ।
✅অফিসে গেলাম না,আফসোস! মসজিদে গেলাম না,কোনো আফসোস নেই!
📗স্কুলের হোম ওয়ার্ক করলাম না,আফসোস! কুরআন পাকের তিলাওয়াত করলাম না,কোনো আফসোস নেই!
👤স্কুল/কোচিং/টিউশন এর টিচার যদি ১০,০০০ টাকা চায়,তখন কষ্ট হলেও দিতে তো হবেই।আর যখন কুরআন পড়ানোর শিক্ষক ৫০০ টাকার বেশি চায়,"আরে মাওলানা আপনার এটার কি এতো দরকার।আপনি তো আল্লাহওয়ালা মানুষ।"আরে ভাই আল্লাহ ওয়ালা ঠিক আছে।ওনার সন্তান যখন অসুস্থ হবে,তখন ওনি কি তাকে মাটি খাওয়াবে?মেডিকেল কি আল্লাহ ওয়ালা বলে ডিসকাউন্ট দিয়ে দিবে?ডাক্তার কি বলবে? "আপনি তো আল্লাহ ওয়ালা মানুষ। আপনার ফিস লাগবে না."দুধ ওয়ালা বলবে?"আপনি তো আল্লাহ ওয়ালা আপনার জন্য ফ্রি।"
তার মানে আপনি এখনই আপনার বাচ্চার মধ্যে এই চিন্তাধারা সৃষ্টি করছেন,যে তোমাকে ইসলাম শিখাচ্ছে ওনার ফিস ৫০০ টাকা।আর যিনি তোমাকে ইংরেজি শিখাচ্ছে, তার ফিস ১০,০০০ টাকা!চিন্তা করুন এভাবে কি আমরা একটি ইসলামী সমাজের উন্নতি করতে পারব?
🗣বাচ্চা স্কুলে পড়া না পারলে,বাচ্চা দূর্বল।আর কুরআনে পাক না পারলে,ক্বারী সাহেব ভালো না।আমাদের বাচ্চাদের দুনিয়ার তালিম না পেলে আফসোস হয়।আর ইসলামের তালিম না পেলে,আল্লাহ ও ওনার হাবীব(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নারাজ হলেও কোনোই আফসোস নেই।আসুন দৃষ্টিভঙ্গি বদলাই।