[কিতাবঃ যুগ জিজ্ঞাসা, 

✍লেখকঃ অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী]

মুহাম্মদ আবু তাহের

শিবের হাট, সন্দীপ


🔴প্রশ্নঃ🔴 যদি কোন ছেলে ও মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া কোর্ট-এ গিয়ে রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ্ করে তখন এ বিবাহ শুদ্ধ হবে কিনা? এমতাবস্থায় উকিলগণ শুধু স্বাক্ষীর মাধ্যমে বিবাহ্ দিয়ে থাকেন। কোন মাওলানা/হুজুরকে আনা হয় না। তখন কি বিবাহ্ শুদ্ধ হবে? নাকি হুযূর এর মাধ্যমে পুনরায় বিবাহ্ দিতে হবে। বিস্তারিত জানালে উপকৃত হব।


 উত্তর: ছেলে মেয়ে যদি বালেগ-বালেগা (প্রাপ্ত বয়স্ক) হয় তখন মা-বাবা অথবা অভিভাবকের অনুমতি ও সম্মতি ছাড়া উভয়ের সম্মতিতে কোর্ট-এ গিয়ে উকিল কর্তৃক রেজিষ্ট্রির মাধ্যমে আকদ/বিবাহের আয়োজন করে এবং সেখানে যদি কমপক্ষে দু’জন মুসলিম বালেগ ও সুস্থমস্তিস্কের অধিকারী পুরুষ অথবা একজন পুরুষ ও দু’জন মুসলিম সুস্থ বালেগা মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকে তখন ইজাব-কবুলের মাধ্যমে উভয়ের বিবাহ্/নেকাহ্ ইসলামী শরিয়ত অনুযায়ী শুদ্ধ/সহীহ হয়ে যাবে। তবে মা-বাবা ও অভিভাবকের অন্তরে কষ্ট দেয়া হারাম ও অশোভনীয়। সুতরাং তাদের সম্মতিতে বিবাহ্ করা অতীব উত্তম ও মঙ্গলময়। আক্বদ/বিবাহ্ েবুজর্গ আলেম ও হুযূরের উপস্থিতি অনেক উত্তম। যেহেতু অনেকেই বিবাহের খোতবা পাঠ, ইজাব-কবুলের শুদ্ধ নিয়ম ও দু‘আ মুনাজাত ভালোভাবে জানে না। তবে হুজুরের উপস্থিতি শর্ত নয়। অবশ্যই সাক্ষীদের উপস্থিতি বিবাহ্ শুদ্ধ হওয়ার জন্য শর্ত।

[শরহে বেকায়া ও হেদায়া-নেকাহ্/বিবাহ অধ্যায়]

Top