মস্তক মোবারক
হুজুর আকরাম (ﷺ) এর পবিত্র মস্তক প্রসঙ্গে হযরত ইবনে আবি হালা (رضي الله عنه) বর্ণনা করেন,
হুজুর পাক (ﷺ) এর মাথা মােবারক বড়াে ছিলাে। মাথা বড়াে হওয়া মস্তিষ্কের সম্মান, আকলের পরিপূর্ণতা এবং চিন্তার উদারতার প্রমাণ। মগজের ধারক হচ্ছে মাথা। এক্ষেত্রে মাথাকে বড়ো বলার উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্রাকৃতি না হওয়া। বড়াে হওয়া মানে আস্বাভাবিক বড়ো,হওয়া নয়। তার দেহের অন্যান্য অঙ্গের সাথে মাথা সামঞ্জস্যশীল ও,স্বাভাবিক ছিলাে। যেমন অন্যান্য অঙ্গ সম্পর্কে স্বাভাবিকতার কথা বলা হয়েছে। তার অঙ্গ সম্পর্কিত বর্ণনার ক্ষেত্রে উক্ত নিয়মকেই স্মরণ রাখতে হবে।
➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী]
© | সেনানী এপ্স |