যামিনো জামা তুমহারে লিয়ে ”

[আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (رحمة الله)]


যামিনো জামাঁ তুমহারে লিয়ে

মাকিনো মাকাঁ তুমহারে লিয়ে ।

চুনিনো চুনা তুমহারে লিয়ে

বানে দো জাহাঁ তুমহারে লিয়ে ।।

দাহান মে জুবাঁ তুমহারে লিয়ে

বাদান মেঁ হ্যাঁয় জাঁ তুমহারে লিয়ে ।

হাম আয়ে ইয়াহা তুমহারে লিয়ে

উঠে ভি ওয়াহাঁ তুমহারে লিয়ে ।। ঐ কালীমো নাজি মাসিহো সাফী, খালীলো রাদ্বি রাসূলো নাবী । আতীক্বো আসী গাণীও আলী

সানা কি যুবা তুমহারে লিয়ে ।। ঐ তুমহারি চামাক তুমহারি চামাক তুমহারি ঝালাক তুমহারি মালাক । যামিনো ফালাক সিমাকো সামাক মে সিক্কা নিশা তুমহারে লিয়ে ।। ঐ ইয়ে শামসো ক্বামার ইয়ে শামো সাহার ইয়ে তাজো ক্বামার ইয়ে বাগো সামার । ইয়ে তেগো সিপার ইয়ে ক্বামার ইয়ে হুকমে রাওয়া তুমহারে লিয়ে ।। ঐ না রুহে আমী না আরশে বারী

না লাওহে মুবীন কোয়ী ভী কাহি । খাবার হি নাহি জো রাময খুলি আজাল কি নাহি তুমহারে লিয়ে ।। ঐ খালিলো নাজি মাসিহো সাফি সাবহি সে কাহি কাহি ভি বানি । ইয়ে বে খবরি কে খালক্ব ফেরি কাহাসে কাহাঁ তুমহারে লিয়ে ।। যামিনো জামাঁ তুমহারে লিয়ে মাকিনো মাকাঁ তুমহারে লিয়ে । চুনিনো চুনা তুমহারে লিয়ে বানে দো জাহাঁ তুমহারে লিয়ে ।।


____________________________________

ইসলামী বিশ্বকোষ

Top